পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক ‘কেইবুল লামজো ন্যাশনাল পার্ক’| Keibul Lamjao National Park in Bengali

Keibul Lamjao National Park
শেয়ার করুন

(Floating National Park in India: Keibul Lamjao National Park in Bengali)

পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, ভারতে। ভারতের মনিপুর রাজ্যের, বিষ্ণুপুর জেলায় অবস্থিত  ন্যাশনাল পার্কটির নাম ‘কেইবুল লামজো ন্যাশনাল পার্ক’ (Keibul Lamjao National Park)। এই জাতীয় উদ্যান এর আয়তন 40 বর্গ কিলোমিটার। এই জাতীয় উদ্যানটি সম্পূর্ণরূপে ভাসমান অবস্থায় রয়েছে লোকটাক হ্রদ’ (Loktak Lake) এর ওপর। ‘লোকটাক হ্রদ'(Loktak Lake) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে কিভাবে? আসুন জেনে নিই:

‘কেইবুল লামজো ন্যাশনাল পার্ক’ (Keibul Lamjao National Park)


লোকটাক হ্রদ’ (Loktak Lake) এর ওপর এক বিশেষ ধরনের ঘাস জন্মায়। ঘাস গুলো মৃত ঘাস, মাটি ও নষ্ট হয়ে যাওয়া উদ্ভিদের দেহাবশেষ কে অবলম্বন করে, এক জায়গায় জড়ো হয়ে ভাসমান স্থলভাগ তৈরি করে। একে মনিপুরী ভাষায় বলা হয় ‘ফুমড়ি’ (Phumdi)। এই ভাসমান ঘাস নির্মিত স্থলভাগ কখনো ডুবে যায় না। এটি এতটা শক্ত পোক্ত যে মনিপুরের ‘মেইতি’ উপজাতির হাজার হাজার মানুষ, এই ভাসমান স্থলভাগের উপর ঘর নির্মাণ করে বসবাস করে। ছোট ছোট নৌকায় করে তারা একটি বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত করে।

‘ফুমড়ি’ (Phumdi) এর ওপর ভাসমান বাড়ি 


সবচেয়ে মজার ব্যাপার হলো এদের প্রতিবেশী সব সময় বদলাতে থাকে। মনে করুন বিকেল বেলায়, এ ধরনের একটি ‘ফুমড়ি’ এর ওপর নির্মিত বাড়ির জানালা দিয়ে, পাশের বাড়ির রাম বাবুর সঙ্গে গল্প করলেন। কাল সকালে উঠে দেখলেন, রামবাবুর ‘ফুমড়ি’ সহ বাড়িটি হাওয়াতে ভেসে অন্য কোথাও চলে গেছে। তার বদলে আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে আছে শ্যামবাবুর বাড়ি।

আরো পড়ুন :

পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে প্রণতি নায়েক (Pranati Nayek) যাচ্ছে জাপান অলিম্পিকে


এই ধরণেরই কোন একটি ‘ফুমড়ির’ ওপর এই উপজাতির ছেলে মেয়েদের ভাসমান স্কুল। এদের প্রধান পেশা হলো ‘লোকটাক’ হ্রদে মৎস্য শিকার। সেটাও করে ওরা ফুমড়িতে বসে।


এরকম একটি ভাসমান ফুমড়ির ওপর পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, ‘কেইবুল লামজো’ (keibul lamjao national park) । 1966 সালে এটিকে ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি করা হয়, মনিপুরের জাতীয় পশু, সাঙ্গাই (Sangai) প্রজাতির হরিণকে সংরক্ষণ করার জন্য। এখানে রয়েছে পৃথিবীর বিলুপ্ত প্রায় হরিণের প্রজাতি সাঙ্গাই (Sangai) হরিণ এবং ইল্ডস হরিণ (Eld’s Deer)। 1977 সালে ‘কেইবুল লামজো’ কে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

মনিপুরের জাতীয় পশু, সাঙ্গাই (Sangai) হরিণ


এটি বর্তমানে একটি খুবই ভালো মানের টুরিস্ট স্পট। কি, যাবেন নাকি এরকম একটি ফুমড়িতে রাত কাটাতে ?

ইল্ডস হরিণ (Eld’s Deer)

আরো পড়ুন:

এলিয়েনরা কি সত্যিই পৃথিবীতে আসতে পারে ?

এমন একটি লাইব্রেরী, যেখানে থাকে না কোন লাইব্রেরিয়ান। যতদিন খুশি বই নিয়ে এসে নিজের কাছে রেখে দিতে পারেন

মুম্বাইতে পাওয়া গেল নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার। নাম রাখা হলো 26/11 এর মুম্বাই হামলায় শহীদ পুলিশ অফিসারের নামে।

Advertisement
Advertisement

9 thoughts on “পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক ‘কেইবুল লামজো ন্যাশনাল পার্ক’| Keibul Lamjao National Park in Bengali”

  1. Pingback: 'অঙ্কুর কার্যক্রম' (Ankur Karyakram) প্রকল্পে গাছ লাগালে, পুরস্কার দেবে এই রাজ্যের সরকার - Benami chithi - বেনামী চ

  2. Pingback: মুম্বাইতে পাওয়া গেল নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার। নাম রাখা হলো 26/11 এর শহীদের নামে, ইসিয়াস তুকা

  3. Pingback: এমন একটি লাইব্রেরী, যেখানে থাকে না কোন লাইব্রেরিয়ান। যতদিন খুশি বই নিয়ে এসে নিজের কাছে রেখে দি

  4. Pingback: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স (WBJEE 2021) পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হলো - Benami chithi - বেনামী

  5. Pingback: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে 22 শে জুলাই| West Bengal Board Higher Secondary result 2021 to be published - Benami chithi - বেনামী চিঠি

  6. Pingback: বিশ্ব ইমোজি দিবস 2021:জানুন বিভিন্ন অজানা কথা | World Emoji Day 2021 in Bengali - Benami chithi - বেনামী চিঠি

  7. Pingback: এই লোকটি মার্ক জুকেরবার্গ কে 'ছাগল' বলল কমেন্ট করে। মার্ক একটুও রাগলেন না, বরং খুশি হলেন| A person told M

  8. Pingback: গোটা ছাদ জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সবচেয়ে বড় ছবি একে তাক লাগিয়ে দিলেন এই যুবক - Benami chithi - বেনামী চ

  9. Pingback: 1971 মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তৈরি সিনেমা, অজয় দেবগনের 'ভূজ' OTT প্লাটফর্মে আসতে চলছে| Bhuj The Pride Of In

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *