মুম্বাইতে পাওয়া গেল নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার। নাম রাখা হলো 26/11 এর শহীদের নামে, ইসিয়াস তুকারামি (Icius Tukarami)

Icius Tukarami
শেয়ার করুন

Topic:| New Species of Spider Icious Tukarami in Bengali

মুম্বাইয়ের থানে এলাকায় দুটি সম্পূর্ণ নতুন প্রজাতির স্পাইডার বা মাকড়সা খুঁজে পেল একদল বিজ্ঞানী। মাকড়সা গুলি জাম্পিং স্পাইডার প্রজাতির। এই প্রজাতির মাকড়সা গুলি মূলত লাফিয়ে লাফিয়ে চলে। একটি প্রজাতির মাকড়সা পাওয়া গিয়েছিল মুম্বাইয়ের থানে-কল্যাণ এলাকায়। জীববিজ্ঞানীরা এটির নাম দিয়েছেন 26/11 মুম্বাই হামলার বীর শহীদ তুকারাম ওম্বলে (Tukaram Omble) -এর নামে। এর নাম ইসিয়াস তুকারামি (Icius Tukarami).

অপর মাকড়সা প্রজাতি টি পাওয়া গিয়েছিল থানের এরে কলোনিতে। এটির নাম রাখা হয়েছে, জীববিজ্ঞানী ও মাকড়সা গবেষক কমলেশ চলখে (Kamlesh Cholkhe) -এর নামে, যিনি গত বছর মারা গিয়েছেন । এই মাকড়সা টির নাম রাখা হয়েছে ফিনটেলা চলকেই (Phintella Cholkei).

এই রিসার্চ পেপার টি রাশিয়ান বিজ্ঞান বিষয়ক সংবাদপত্র Anthropoda Selecta তে প্রকাশিত হয়েছে চারজন গবেষকের দ্বারা। তাঁরা হলেন- ধ্রুব এ. প্রজাপতি, জন সেলেব, সোমনাথ বি. কুম্ভর, রাজেশ সানাপ। ওনাদের ইচ্ছেতেই এই নাম রাখা হয়েছে।

তুকারাম ওম্বলে (Tukaram Omble) কে ?
Topic:| Who is Tukaram Omble in Bengali.

তুকারাম ওম্বলে (Tukaram Omble) ছিলেন মুম্বাই পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI), যিনি 2008 সালে 26/11 মুম্বাই হামলায় শহীদ হন, জঙ্গী আজমল কাসাব কে ধরতে গিয়ে। তার প্রচেষ্টাতেই আজমল কাসাব জীবিত ধরা পড়ে। 26 শে জানুয়ারি 2009 সালে, ভারত সরকার ওনাকে সাহসিকতার জন্য সর্বোচ্চ পুরস্কার, অশোক চক্র দিয়ে সম্মানিত করে।

কি ঘটেছিল 26/11 মুম্বাই হামলার দিন?
Topic:| What happened on 26/11 Mumbai Attack in Bengali

দিনটা ছিল 2008 সালের নভেম্বর মাসের 26 তারিখ (26/11). আর পাঁচটা স্বাভাবিক দিনের মতো, সব কিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ পরপর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে, মুম্বাইয়ের তাজ এবং ওবেরয় হোটেল। মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতে জঙ্গী হামলার ঘটনা ঘটতে থাকে। জঙ্গী আজমল কাসাব (Ajmal Kasab) এবং তার সঙ্গী আবু ইসমাইল, একটি স্টেশনে প্রায় 50 জন নাগরিককে গুলি করার পর একটি স্কোডা গাড়ির নিয়ে পালিয়ে যেতে থাকে। মুম্বাই বন্দরের দিকে ধাবমান গাড়িটিকে আটকানোর জন্য পুলিশ, চেকপোষ্টে কর্তব্যরত পুলিশ কর্মী তুকারাম ওম্বলে (Tukaram Omble) কে ফোন করে নির্দেশ দেয়। গাড়িটি চেকপোষ্টে পৌঁছার পর, তুকারাম ওম্বলে এর নেতৃত্বে পুলিশরা, ব্যারিকেড দিয়ে ঘিরে, গাড়িটিকে আটক করে। পুলিশ জঙ্গিদের নির্দেশ দেয়, গাড়ি থেকে নেমে আসার জন্য এবং হেডলাইট বন্ধ করার জন্য। কিন্তু তারা গাড়ি থেকে না নেমে, গাড়ি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ফায়ারিং শুরু করে। কয়েক রাউন্ড ফায়ারিং এর পর, ওনারা গাড়ির কাছে গিয়ে দেখেন, ফায়ারিং এ দুজন জঙ্গী মারা পড়েছে। কিন্তু, বাস্তবে দুজন মারা পড়ে নি। মরে ছিল একজন, আজমল এর সঙ্গী আবু ইসমাইল। আজমল তার পাশেই মরার ভান করে পড়েছিল। তুকারাম গাড়ির দরজা খুলতেই, সে AK 47 দিয়ে, গুলি চালাতে শুরু করে। তুকারাম সমস্ত গুলি নিজের বুকে নিয়েও, আজমলকে জড়িয়ে ধরে রাখে। জীবিত ধরা পড়ে আজমল কাসাব। তুকারাম এর বুকে মোট 23 টি বুলেট লেগেছিল। তাঁকে বাঁচানো যায়নি। ভারত সরকার ওনাকে সাহসিকতার জন্য সর্বোচ্চ পুরস্কার, অশোক চক্র দিয়ে সম্মানিত করে।

আরো পড়ুন:

পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রয়েছে, ভারতে

এলিয়েনরা কি পৃথিবীতে মহাকাশযান পাঠাতে পারে ?

গাছ লাগালে, টাকা দেবে সরকার

Advertisement
Advertisement

2 thoughts on “মুম্বাইতে পাওয়া গেল নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার। নাম রাখা হলো 26/11 এর শহীদের নামে, ইসিয়াস তুকারামি (Icius Tukarami)”

  1. Pingback: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স (WBJEE 2021) পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হলো - Benami chithi - বেনামী

  2. Pingback: পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক 'কেইবুল লামজো ন্যাশনাল পার্ক' (Keibul Lamjao National Park) - Benami chithi - বেনাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *