‘অঙ্কুর কার্যক্রম’ (Ankur Karyakram) প্রকল্পে গাছ লাগালে, পুরস্কার দেবে এই রাজ্যের সরকার

Ankur Karyakram
শেয়ার করুন
(Read Ankur Karyakram in Bengali : Madhya Pradesh)

গাছ লাগালে পুরস্কার দেবে সরকার। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। এমনই প্রকল্প চালু করল মধ্যপ্রদেশ সরকার। প্রকল্পটির নামটিও বেশ সুন্দর। প্রকল্পের নাম ‘অঙ্কুর কার্যক্রম’ (Ankur Karyakram)। এই প্রকল্পের অধীনে, বর্ষাকালে বৃক্ষ জাতীয় গাছ লাগালে, রাজ্যের নাগরিকদের দেওয়া হবে পুরস্কার।

পুরস্কারের নামটিও বেশ তাৎপর্যপূর্ণ। পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘প্রাণবায়ু পুরস্কার’। এই পুরস্কার পাওয়ার জন্য বর্ষাকালে গাছের চারা গাছ রোপণ করতে হবে। এবং এই বৃক্ষরোপনের ছবি আপলোড করতে হবে ‘বায়ু দূত’ নামের বিশেষ একটি অ্যাপস-এ। এক মাস ধরে গাছগুলোর যত্নআত্তি করার পর, আবার ওই অ্যাপস-এ গাছটির ছবি দিতে হবে। সংশ্লিষ্ট সরকারি আধিকারিক নিজে গিয়ে ভেরিফিকেশন করবেন এবং তার পরেই মিলবে পুরস্কার।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রকল্পটির উদ্বোধন করেছেন। পরিবেশ কর্মীরা এবং বৃক্ষপ্রেমীরা এই প্রকল্পের প্রচুর প্রশংসা করেছেন, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায়। সামাজিক বনসৃজনকে এগিয়ে নিয়ে যেতে মধ্য প্রদেশে সরকারের এই উদ্যোগ। এভাবে কিছুটা হলেও গাছের সংখ্যা বাড়াতে পারা যাবে, মনে করছেন বৃক্ষপ্রেমীরা।

আরো পড়ুন :

পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে ভারতেই

আয়রন ডোম (Iron Dome) কি?

আরো অন্যান্য লেখা পড়তে: Click করুন

Advertisement
Advertisement

1 thought on “‘অঙ্কুর কার্যক্রম’ (Ankur Karyakram) প্রকল্পে গাছ লাগালে, পুরস্কার দেবে এই রাজ্যের সরকার”

  1. Pingback: এই লোকটি মার্ক জুকেরবার্গ কে 'ছাগল' বলল কমেন্ট করে। মার্ক একটুও রাগলেন না, বরং খুশি হলেন| A person told M

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *