আজ 2 রা জুলাই বিশ্ব UFO দিবস বা ওয়ার্ল্ড ইউএফও ডে (World UFO Day)

World UFO DAY
শেয়ার করুন

আজ 2 রা জুলাই বিশ্ব UFO দিবস বা ওয়ার্ল্ড ইউএফও ডে (World UFO Day)। আজকের দিনটি সারা বিশ্বে পালিত হয়, UFO সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য।

ইউএফও (UFO) কি ? ৷ What is UFO in Bengali

আমরা আকাশে অনেক কিছু দেখি। যেমন- গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ইত্যাদি। কিন্তু অনেক সময় আকাশে এমন কিছু দেখা যায় যাদের চিনতে পারা যায়না। তাদের আকারও নানা রকমের হতে পারে। যেমন- গোলাকৃতি, শঙ্কু আকৃতি, চোঙাকৃতি প্রভৃতি ঘণবস্তুর মতো। এদের মধ্যে আবার যেগুলো চাকতির মতো দেখতে একসময় তাদের বলা হতো Flying Saucer বা উড়ন্ত চাকি। ১৯৫৩ সালে মার্কিন বায়ু সেনারা আকাশের এই রকম অশনাক্ত বস্তুগুলোর নাম দেন  Unidentified Flying Object – সংক্ষেপে UFO.

এই মহাবিশ্বে শুধু পৃথিবীতে নয়, আরো অনেক গ্রহেই প্রাণ থাকতে পারে। মনে করা হয়, ভিন গ্রহের সেই সমস্ত প্রাণীরা পৃথিবীতে পৃথিবীতে এই সমস্ত বস্তু গুলো বা মহাকাশ যান পাঠাচ্ছে। অর্থাৎ UFO হল এমন কিছু বস্তু যা পৃথিবীর অংশ নয় বা স্বাভাবিক গ্রহ নক্ষত্র উল্কা ইত্যাদির মত নয় ।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু মানুষ অনেক সময় ইউএফও চাক্ষুষ করার দাবি করেছেন। অনেকে ইউএফওর ভিডিও তুলেছেন। ইউটিউবে সে সমস্ত ভিডিও দেখতে পাবেন। (আমি কয়েকটা ভিডিও লেখার শেষে যুক্ত করে দিলাম, ওগুলো দেখতে পারেন)। অনেক ক্ষেত্রে দেখা গেছে, ইউএফও বলে দাবী করা বস্তুর ভিডিওটি নকল। তবে সম্পূর্ণরূপে ইউএফও থাকতে পারে না, বা হতে পারে না, এমনটা মনে করার কোন কারণ নেই।

অসীম এই মহাবিশ্ব। এই মহাবিশ্বের কোথায়, কোন গ্যালাক্সির মধ্যে, কোন গ্রহে প্রাণ আছে বা জীব রয়েছে তা খুঁজে বের করা, এখনো আমাদের কাছে কঠিন। আমাদের স্বল্প গতির মহাকাশযান এখনো সেই দূরত্ব অতিক্রম করতে পারেনি। কিন্তু অন্যপ্রান্তে অন্য গ্রহে,( ধরে নেয়া যাক ) যেখানে প্রাণের অস্তিত্ব আছে, সেখানকার জীবেরা আমাদের চেয়ে উন্নত হতেই পারে। তাদের মহাকাশযান হয়তো প্রাণের সন্ধানে, বিভিন্ন গ্রহে পাড়ি দিতে শুরু করেছে। সেরকম কোন মহাকাশযান নিয়ে সত্যজিৎ রায়ের ‘বঙ্কুবাবুর বন্ধু’ গল্পের মতো, বা ‘কোই মিল গেয়া’ সিনেমার মত, কোন এলিয়েন যদি সত্যিই পৃথিবীতে পাড়ি দেয়? এই ধরনের পৃথিবীর বাইরে থেকে আসা বিভিন্ন অচিহ্নিত বস্তু হল ইউএফও। ইউএফও বা এলিয়েন নিয়ে বলিউড-হলিউডে অনেক সিনেমা হয়েছে, বহু গল্প-উপন্যাস রয়েছে এলিয়েন দের নিয়ে।

ওয়ার্ল্ড ইউএফও ডে (World UFO Day) পালিত হয়, ইউএফও সম্পর্কে জানার জন্য এবং এই মহাবিশ্বে যে আমরা একা নই সে সম্পর্কে ভাবার জন্য।

নিউ ইয়র্কে ইউএফও | ভিডিও CBS News

ইউ এফ ও দেখার দাবি ভারতেও কিছু মানুষ করেছেন। ভারতের কিছু ছবি ও ভিডিও ফুটেজ নিচের ভিডিওতে পাবেন। ভিডিওর সত্যাসত্য যাচাই করা যায়নি।

ভারতে ইউএফও | Video: Hindustan Times

আরো বিভিন্ন লেখা পড়তে ক্লিক করুন 

Advertisement
Advertisement

3 thoughts on “আজ 2 রা জুলাই বিশ্ব UFO দিবস বা ওয়ার্ল্ড ইউএফও ডে (World UFO Day)”

  1. Pingback: পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক 'কেইবুল লামজো ন্যাশনাল পার্ক' (Keibul Lamjao National Park) - Benami chithi - বেনাম

  2. Pingback: মুম্বাইতে পাওয়া গেল নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার। নাম রাখা হলো 26/11 এর শহীদের নামে, ইসিয়াস তুকা

  3. Pingback: বিশ্ব ইমোজি দিবস 2021:জানুন বিভিন্ন অজানা কথা | World Emoji Day 2021 in Bengali - Benami chithi - বেনামী চিঠি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *