1971 মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তৈরি সিনেমা, অজয় দেবগনের ‘ভূজ’ OTT প্লাটফর্মে আসতে চলছে| Bhuj The Pride Of India in Bengali

Bhuj The Pride Of India in Bengali
শেয়ার করুন

ভুজ সিনেমার পটভূমি (Story of Bhuj The Pride Of India in Bengali)

করোনা সংক্রমণ ও লকডাউনে সিনেমা হল বন্ধ, তাই বলিউড ঝুঁকছে ওটিটি রিলিজের দিকে। ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘হটস্টার’ একবছর আগে ঘোষণা করলেও, এই আগস্টে অনলাইন প্রিমিয়ার হতে চলেছে অজয় দেবগন অভিনীত ও প্রযোজিত পিরিয়ড ফ্লিম ‘ভূজ – দ্যা প্রাইড অফ ইন্ডিয়া’।

‘ভূজ’ এর গল্পের পটভূমি 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ওই সময়ে গুজরাটের ভূজ শহরে ভারত পাকিস্তান বাহিনীর দ্বৈরথের সত্য ঘটনা অবলম্বনে। 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়, তৎকালীন ইষ্ট-পাকিস্তানে যেমন বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী যৌথ ভাবে পাকিস্তানি বাহিনীর সাথে লড়েছিল; তেমনি কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও ভারতের অন্যান্য অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও বিমানবাহিনীর সাথে পাকিস্তানের সামরিক বাহিনীর ব্যাপক লড়াই হয়, এমনকি ভারত মহাসাগরে ভারত পাকিস্তানের নৌবাহিনীরও লড়াই হয়। (প্রসঙ্গতঃ ভারত মহাসাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর সাবমেরিন যুদ্ধের কাহিনী নিয়ে 2017 সালে রিলিজ করেছিল মুভি – ‘দ্যা গাজী এ্যাটাক’)

1971 সালের ডিসেম্বরের প্রথম দিকে পাকিস্তান ভারতের কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশে বিমান হামলা চালায়; ভারতের বিমানবাহিনীর 11টি এয়ারবেস ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি পাকিস্তান ভারতের 500 কিমি ভিতরে ঢুকে দিল্লি নিকটস্থ আগ্রার এয়ারবেসও বিমান হামলা চালায়। পাকিস্তানের হামলা থেকে বাঁচাতে তাজমহল কে পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছিল।

এইরকমই ভারতের পশ্চিম প্রান্তে গুজরাট রাজ্যের ছোট শহর ভূজ (Bhuj) তে ভারতীয় বিমানবাহিনীর এয়ারস্ট্রিপ ছিল, যেখান থেকে উড়ান ভরে সহজেই পাকিস্তানে হামলা চালানো যেতো। 1971 যুদ্ধের সময় পাকিস্তানি বিমানবাহিনী এখানে 14 দিনের মধ্যে 35 বার হামলা চালায়। 92 টি নাপাম বোমা ও ২২ টি রকেট দিয়ে হামলা চালানো হয়েছিল।

1971 সালের 8 ই ডিসেম্বর রাতে পাকিস্তান বিমান বাহিনীর হামলায় ভূজ এয়ারস্ট্রিপ ব্যাপক ভাবে নষ্ট হয়ে যায়। সেই সময় এই এয়ারস্ট্রিপের দায়িত্বে ছিলেন ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার বিজয় কর্ণিক, তার সাথে দুজন অফিসার, বিমানবাহিনীর ষাট জন ও পঞ্চাশ জন আধা সামরিক বাহিনীর সদস্য। বিজয় কর্ণিক এই এয়ারস্ট্রিপ কে পুনরায় চালু করতে স্থানীয় মানুষের সাহায্য চান, কিন্তু কেউই বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে এগিয়ে আসেনি, সকলে যুদ্ধ পরিস্থিতিতে এলাকা ছেড়ে পালাতে ব্যাস্ত ছিল। সেইসময় পাশ্ববর্তী মাধোপুর গ্রামের 300 জন সাধারণ মহিলা এগিয়ে আসেন। তারা কর্নেল বিজয় কর্ণিকের নেতৃত্বে যুদ্ধকালীন সময়ে বোমাবর্ষণের মধ্যে দিবারাত্রি কাজ করে 3 দিনের মধ্যে পুনরায় ঐ এয়ারস্ট্রিপ চালু করেন ও সেখান থেকে আবার বিমান উড়ে পাকিস্তানে হামলা চালায়। তৎকালীন ভারত সরকার যুদ্ধের পর ঐ 300 মহিলাকে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে সম্বর্ধনা দিয়েছিল, যদিও ওনারা ঐ টাকা ব্যাক্তিগত ভাবে না নিয়ে গ্রামের উন্নয়নে লাগিয়েছিলেন।

এই সত্য ঘটনা নিয়েই অজয় দেবগনের এই পিরিয়ড ফিল্ম ‘ভূজ – দ্যা প্রাইড অফ ইন্ডিয়া’, আর বিজয় কর্ণিকের ভূমিকায় অজয় দেবগন। অন্যান্য চরিত্রে সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফতেহি, শরদ কেলকর।

সম্প্রতি এর ট্রেইলার বেরিয়েছে এবং তার মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এই রকম বাস্তবধর্মী ছবিতে আইটেম সং, ভিডিও গেমসের মতো গ্রাফিক্স নিয়ে কথা বলছেন। এই আগস্ট মাসে মুক্তি পাবে সিনেমাটি ।

‘ভূজ’ সিনেমা মুক্তির তারিখ ( Bhuj Release Date):

13 ই আগস্ট 2021 ‘ডিজনি প্লাস হটস্টার’ এ মুক্তি পাবে অজয় দেবগন, সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা  ভুজ (Bhuj The Pride of India).

‘ভূজ’ সিনেমা অভিনেতা ও অভিনেত্রীরা ( Bhuj Movie Actors):

(Bhuj: The Pride Of India) সিনেমাটির মুখ্য ভূমিকায় অর্থাৎ, মেজর আর বিজয় কর্ণিকের ভূমিকায় অভিনয় করেছেন  অজয় দেবগন। অন্যান্য চরিত্রে সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, নোরা ফতেহি, শরদ কেলকর , প্রমুখ অভিনেতা ও অভিনেত্রীরা। 

‘ভূজ’ সিনেমার ট্রেইলর ( Bhuj Movie Trailer):

দেখে নিন পরিচালক অভিষেক দুধেইয়া (Abhishek Dudhaiya) এর Bhuj The Pride Of India সিনেমাটির ট্রেইলর।

 

আরো পড়ুন:

facebook এর প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ কে Facebook এই বলা হল ছাগল, দেখুন কি উত্তর দিলেন তিনি


পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে ভারতে। রয়েছে ভাসমান ঘরবাড়ি ও স্কুল।


পশ্চিবঙ্গের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে 22 শে জুলাই


 

Advertisement
Advertisement

1 thought on “1971 মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তৈরি সিনেমা, অজয় দেবগনের ‘ভূজ’ OTT প্লাটফর্মে আসতে চলছে| Bhuj The Pride Of India in Bengali”

  1. Pingback: একজন লোক মার্ক জুকেরবার্গ কে 'ছাগল' বলল, কমেন্ট করে। মার্ক একটুও রাগলেন না, বরং খুশি হলেন| A person told

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *