বনকর্মী স্মাইলির (😊) আকৃতিতে লাগলেন অনেক গাছ, ছবি দেখে নেটনাগরিকরা আপ্লুত ৷ Forester planted some trees in the shape of smiley (😊), picture charmed Netizens.

শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) উইলামিনা শহরে, একটি ছোট্ট জঙ্গলে কোন একজন বনকর্মী লাগিয়েছিলেন কিছু লার্চ গাছ। সেই লার্চ গাছগুলোর ছবি সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে । হলদে পাতাওয়ালা লার্চ গাছগুলোর লাগানো হয়েছিল, কিছু সবুজ পাতাওয়ালা লার্চ গাছের জঙ্গলের মধ্যে। হলদে লার্চ গাছগুলো লাগানো হয়েছিল স্মাইলির (😊) আকারে। এই বিশাল স্মাইলির ছবি দেখে বৃক্ষপ্রেমী ও নেটনাগরিকরা হয়েছেন আপ্লুত। সম্ভবত এটিই পৃথিবীর সবচেয়ে বড় স্মাইলি । এই বিশাল বড় স্মাইলিটি জঙ্গলের পাশের হাইওয়ে থেকে দেখতে পান ওখানকার বাসিন্দারা । এই কাজের পেছনে কার অবদান, তা জানা যায়নি। তবে ছবি ভাইরাল হওয়ার পর সবাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বয়ে গেছে, কমেন্টের বন্যা।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *