বিশ্ব ইমোজি দিবস 2021: জানুন বিভিন্ন অজানা কথা| World Emoji Day 2021 in Bengali

World Emoji Day 2021 in Bengali
শেয়ার করুন

বিশ্ব ইমোজি দিবস (World Emoji Day)

“ইমোজি”  আমরা সকলেই এই শব্দটির সাথে পরিচিত। দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটি ব্যবহার করে থাকি। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা মানে ইমোজি ব্যবহার জানা অবশ্যই উচিত।

ইমোজির আগে ছিল ইমোটিকন । যেগুলি বিভিন্ন মেসেজ পাঠানোর সময় ব্যবহৃত হতো। ফেসবুক হোয়াটসঅ্যাপ এর আগে যখন কোন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছিলনা,  মানুষ সেই সময় একে অপরকে এসএমএস পাঠাতো। সেই সময়ে মানুষ এই ইমোটিকনস গুলি পাঠাতো ম্যাসেজ এর মধ্যে, যা বিশেষ বিশেষ কী দ্বারা ব্যবহৃত হত। উদাহরণ স্বরূপ- Smily হিসাবে এই দুটি ইমোটিকন : ) এবং :- )  সেই সময় জনপ্রিয় ছিল। এই ইমোটিকনস গুলি মুখের অভিব্যক্তি ছাড়া আর কিছু না।

ইমোজি একটি জাপানি শব্দ যার অর্থ “চিত্রে শব্দ” । Shigetaka Kurita 1990 সালে এটি তৈরি করেছিলেন। মূলত কিশোরদের আকৃষ্ট করতে এই ইমোজি তৈরি করা হয়েছিল । 

বিশ্ব ইমোজি দিবস, প্রত্যেক বছর 17 জুলাই এই দিনটিকে বিশ্ববাসী উদযাপন করে থাকে । এই দিনটিতে প্রথম ইমোজি প্রকাশ করা হয়েছিল । CNBC-র রিপোর্ট অনুযায়ী ইমোজিপিডিয়ার প্রতিষ্ঠাতা Jeremy Burge সর্বপ্রথম এই দিনটি উদযাপন করেন 2014 সালে । 

2007 সালে i-phone প্রথম এই ইমোজি কিবোর্ড তাদের ফোন গুলিতে ব্যাবহার করে , মূলত জাপানের বাজার কে ধরে রাখতে। প্রতিবছর বিভিন্ন নতুন ইমোজি তৈরি হয় এবং ইমোজিপিডিয়া সমস্ত প্লাটফর্ম এবং অপারেটিং সিস্টেম জুড়ে এই ইমোজি গুলির ট্র্যাক রাখে ।

ইমোজি কে এখন অনেকেই পূর্ণাঙ্গ ভাষা হিসাবে গণ্য করেছেন । এমনকি , আইন বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলেছে যে এই ইমোজি কে আদালতে কিভাবে গ্রহণযোগ্য করে তোলা যায় । ইমোজি ব্যবহার এর সংজ্ঞা দিন দিন বদল হচ্ছে । শুধুমাত্র ভাব প্রকাশের জন্য ইমোজি আর ব্যবহৃত হয় না বরং বিভিন্ন জটিল অর্থবহ নির্দেশ করার ক্ষেত্রেও এটি ব্যবহার বাড়ছে ।

ইমোজি কী ? (What is Emoji in Bengali ?)

ইমোজি হল ইলেকট্রনিক ম্যাসেজ এবং ওয়েব পেজ-এ ব্যবহৃত চিত্রগ্রাফ, লোগোগ্রাম, আইডোগ্রাম এবং স্মাইলি। ইমোজির প্রাথমিক কাজ হল চিহ্নের মাধ্যমে  সংবেদনশীলতা বা মনের ভাব প্রকাশ করা। ইমজির সাহায্যে আমরা রাগ, দুঃখ, ভালোবাসা, আনন্দ, বিস্ময়, কোন  বস্তু, খাদ্য, পশুপাখি ইত্যাদি সহজে বোঝাতে পারি, যা টাইপ করা কথোপকথনে বোঝা যায় না। 

সহজ ভাষয়ে বলতে গেলে ইমোজি হল- একটি ধারণা বা অনুভূতি বোঝাতে ব্যাবহৃত হওয়া একটি ছোট ডিজিটাল চিত্র বা প্রতীক যা বৈদ্যুতিন যোগাযোগে ব্যবহৃত হয়। 

যেমন: Facebook এ ব্যাবহৃত হওয়া কিছু ইমোজি-

ইমোজি তৈরি করার এপ্লিকেশন (Apps to create Emojis)

যে কেউ  ইমোজি তৈরি করতে পারে। তবে ভালো গ্রাফিক্স ডিজাইন জানা ব্যক্তিরা এতে সফল হতে পারেন। 

এখানে আমরা পাঁচটি ইমোজি তৈরি করার বা ব্যাবহার করার বিভিন্ন অ্যাপ্লিকেশন এর কথা উল্লেখ করেছি। যার থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইমোজিগুলি ব্যবহার করতে পারেন-

বিটমোজি (Bitmoji Apps):

Bitmoji হল বিশ্বজুড়ে সর্বাধিক জনপ্রিয় ইমোজি তৈরির অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি। বিশেষত এটি স্ন্যাপচ্যাটের সাথে যুক্ত এবং বিভিন্ন ধরণের কাস্টম স্টিকার সরবরাহ করে। 

Bitmoji তৈরির প্রক্রিয়াটি বেশ সহজ এবং সোজা। এই apps এ আপনি এখন কেবল একটি ছবিতে ক্লিক করবেন এবং অ্যাপটি আপনাকে অসংখ্য স্টিকার উপস্থাপন করবে।

জিমোজি (ZMoji Apps):

আপনার যে ইমোজি দরকার, তা তৈরি করার পাশাপাশি, যদি সহজেই আপনার বন্ধুদের সাথে আপনার কার্টুনিশ অবতার ভাগ করে নিতে চান, তবে Zmoji একবার চেষ্টা করে দেখতে পারেন। 

নিজের জন্য Zmoji স্টিকার তৈরি করার পরে, অ্যাপটি আপনাকে ZMoji কীবোর্ডটি  চালু করতে বলবে। কীবোর্ডটি চালু হয়ে গেলে, আপনি দ্রুত স্টাইলাইজড ইমোজি বা অ্যানিমেটেড স্টিকারগুলি যে কোন বন্ধু বা আপনার পরিচিত দের পাঠিয়ে দিতে পারবেন।

ইমোজিলি (Emojily Apps):

Emojily এপ্লিকেশনেও পেয়ে যাবেন অসংখ্য ইমোজি।

জিবোর্ড মিনিস (Gboard Minis):

আপনি যদি কোনও অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে না চান এবং আপনি আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে জিবোর্ড ব্যবহার করেন, তবে আপনি এখন কীবোর্ড অ্যাপের মধ্যে থেকে মিনিস নামে কাস্টম বিটমজি-জাতীয় স্টিকার ব্যবহার ও তৈরি করতে পারবেন। আপনার কোনও সেলফিতে ইমোজি ব্যবহার করতে পারেন এই এপ্লিকেশন এর সাহায্যে।

বোবল কিবোর্ড (Bobble Keyboard ):

Bobble কীবোর্ড আরেকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন যা প্রায়শই বিটমোজির সাথে তুলনা করা হয়। তবে এটি একেবারেই আলাদা, এই অর্থে যে এটি আপনার সেলফিটিকে কার্টুন অবতার তৈরি করতে ব্যবহার করে। তবে এটি থেকে সম্পূর্ণরূপে কার্টুন অবতার তৈরির পরিবর্তে, Bobble কেবল কার্টুনযুক্ত ইমোজি  ব্যবহার করে। এটি একটি মজাদার অ্যাপ্লিকেশন, বিশেষত যদি আপনি বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চান আপনার মনের অনুভূতি, তাও নিজের কার্টুন অবতারের সাহায্য। 

 ইমোটিকন কি? (What is Emoticon in Bengali)

ইমোটিকন হল সংক্ষিপ্ত “ইমোশন আইকন” , যা কেবল ইমোট হিসাবে পরিচিত। আমাদের মনের অনুভূতি, মেজাজ বা প্রতিক্রিয়া প্রকাশ করার জন্য বিভিন্ন অক্ষর, চিহ্ন সংখ্যা এবং ব্যবহার করে মুখের অভিব্যক্তিগুলির আঁকার পদ্ধতি। যে ফোন গুলো স্মার্টফোন নয়, তাতে এগুলো ব্যবহার হত। এই ইমোটিকনগুলি আধুনিক ইমোজিগুলির পূর্বসূরী ছিল। 

: -) এবং :- ( হল প্রথম ASCII ইমোটিকন। Scott Fahlman নামের এক ব্যক্তি 1982 সালে এগুলি প্রথম লিখেছিলেন। কিন্তু অনেকের মতে ইমোটিকনগুলি আসলে PLATO IV কম্পিউটার সিস্টেমে 1972 সালে তৈরি করা হয়েছিল । 

ইমোজি এবং ইমোটিকন এর মধ্যে পার্থক্য কী? (Difference between Emoji and Emoticon in Bengali)

ইন্টারনেট আমাদের যোগাযোগের উপায়কে ব্যাপকভাবে পরিবর্তন করেছে। যেহেতু লিখিত বক্তব্যে আমাদের শরীরী ভাষা, মৌখিক স্বর বা অনুভূতি ভালোভাবে প্রকাশ পায় না। তাই আমাদের অনুভূতি কে লিখিত আকারে ছোট্ট করে কয়েকটি চিহ্ন দিয়ে বোঝাতে আমরা বিকল্প উপায় তৈরি করেছি। সেটি হল লেখার মধ্যে ইমোটিকনস এবং ইমোজি সংযোজন।

চলুন শুরু করা যাক ইমোটিকন দিয়ে। ইমোটিকনগুলি বিরামচিহ্ন চিহ্ন, অক্ষর এবং সংখ্যার চিত্র ব্যবহৃত হয় যা সাধারণত কোনও আবেগ বা সংবেদন বোঝায়।  আমাদের কীবোর্ডের সীমাবদ্ধতার কারণে বেশিরভাগ ইমোটিকনগুলিকে পাশাপাশি পড়তে হয়ে।

ইমোজি হ’ল সাম্প্রতিকতম আবিষ্কার। প্রথম ইমোজি আবিষ্কার করেন এক জাপানি ব্যক্তি, শিগিতাক কুরিতা 1999 সালে। প্রথম ইমোজি খুব সাধারণ ছিল – 12 X 12 পিক্সেল ছিল এটির আকৃতি। এটি মঙ্গা আর্ট এবং কঞ্জি চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। জাপানি গ্রাহকদের আকর্ষণ করার জন্য অ্যাপল  2007 সালে প্রথম আইফোনে একটি ইমোজি কীবোর্ড প্রকাশ করে। তবে কিভাবে এই কীবোর্ড ব্যবহার করতে হয়, সেটি গোপন রেখেছিল। তবে উত্তর আমেরিকার ব্যবহারকারীরা এই কীবোর্ডটি সম্পর্কে দ্রুত সচেতন হয়ে ওঠেন। তারপর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে ইমোজি। এখন, ইমোজিগুলি প্রায় সব মেসেজিং অ্যাপ্লিকেশনগুলিতে পাওয়া যায়। ভিন্ন ভিন্ন অ্যাপ্লিকেশনের ইমোজি প্রকাশ করার স্টাইল ভিন্ন। তবে  Unicode কে ধন্যবাদ বিভিন্ন চিহ্নকে ইমোজিতে অনুবাদ করার জন্য। 

সুতরাং, যদি আপনি একটি স্মাইলি মুখটি দেখতে পান যা বিভিন্ন অক্ষর দিয়ে তৈরি, তবে এটি একটি ইমোটিকন। যদি বিভিন্ন অক্ষরকে পরপর সাজালে, একটি ছোট্ট কার্টুন চিত্র তৈরি হয়ে যায়, তবে এটি ইমোজি।

ফেসবুক এর ইমোজি শর্টকাট (Emoji Shortcuts of Facebook):

Facebook এ কমেন্ট বা কোন পোস্ট এ বিশেষ কিছু চিহ্ন, অক্ষর ও নম্বর পরপর বসালে, সেটি ইমজিতে পরিণত হয়। এগুলোকে বলা হয় ইমোজি শর্টকাট। যেমন : – ) কোন স্পেস না দিয়ে পরপর বসালে তৈরি হয় smily 🙂 . আমাদের কমেন্ট বক্সে < 3 লিখে দেখুন কি হয় (বি:দ্র: < এবং 3 এর মাঝে কোন স্পেস দেবেন না) । এমন আরো কিছু Facebook ইমোজি শর্টকাট নীচে দেওয়া হল। কমেন্ট বক্সে < 3 না লিখে যাবেন না প্লিজ।

Facebook Emoji Shortcut

আরও পড়ুন:

পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে।

facebook এর প্রতিষ্ঠাতাকে একজন ‘ছাগল’ বলল, facebook এ কমেন্ট করে। দেখুন কি উত্তর দিলেন তিনি।  

এলিয়েনরা কি পৃথিবীতে পাড়ি দিচ্ছে ?

এই লাইব্রেরি থেকে বই নিলে, ফেরত দিতে হবে না

Advertisement
Advertisement

1 thought on “বিশ্ব ইমোজি দিবস 2021: জানুন বিভিন্ন অজানা কথা| World Emoji Day 2021 in Bengali”

  1. Pingback: এই লোকটি মার্ক জুকেরবার্গ কে 'ছাগল' বলল কমেন্ট করে। মার্ক একটুও রাগলেন না, বরং খুশি হলেন| A person told M

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *