ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স (WBJEE 2021) পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা শুরু হলো

WBJEE 2021
শেয়ার করুন

আগামী 17 ই জুলাই অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। আজ থেকে শুরু হলো এডমিট কার্ড ডাউনলোড করা। WBJEE 2021 পরীক্ষাটি হবে অফলাইনে। পশ্চিমবঙ্গের মোট 105 টি কলেজে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় থাকবে মোট দুটি পেপার Paper 1: Mathematics, Paper 2:Physics & Chemistry. প্রতিটি পেপারে থাকবে 100 নম্বর করে, অর্থাৎ মোট 200 নম্বরের পরীক্ষা।

এডমিট কার্ড ডাউনলোড করার জন্য WBJEE এর অফিশিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in – এ গিয়ে লগইন করতে হবে নিজের অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে। লগইন করার পর একটি লিংক দেখতে পাওয়া যাবে, WBJEE Admit Card 2021. এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করা যাবে এডমিট কার্ড।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়, পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে এডমিশন নেওয়ার জন্য। পরীক্ষায় উত্তীর্ণ হলে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ গুলোতে, কাউন্সেলিং এর মাধ্যমে ভর্তি হওয়া যায়, ইঞ্জিনিয়ারিং (BTech) এবং ফার্মেসির (BPharm) এর আন্ডারগ্রাজুয়েট কোর্স-এ।

এডমিট কার্ড ডাউনলোড করতে এবং অন্যান্য তথ্যের জন্য, সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে ক্লিক করুন

আরও পড়ুন:

পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে

মুম্বাইতে পাওয়া গেল নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার, নাম রাখা হল 26/11 মুম্বাই হামলায় শহীদ পুলিশ অফিসারের নামে।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *