উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে 22 শে জুলাই| West Bengal Board Higher Secondary result 2021 to be published

West Bengal Board Higher Secondary result 2021
শেয়ার করুন

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল 2021 (WBCHSE class 12 result 2021)

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE), অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে 22 জুলাই 2021 বিকেল তিনটের সময়।

করোনা মহামারীর জন্য, এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে। গত 18 ই জুন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করে, কিভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের নম্বর নির্ধারণ করা হবে। মাধ্যমিক পরীক্ষার ফল নির্ণয় করা হবে, বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়ন অর্থাৎ ইউনিট টেস্টের নম্বরের ভিত্তিতে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল নির্ণয় করা হবে 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর 40% এবং একাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বর থেকে 60% ও দ্বাদশ শ্রেণীতে প্রাক্টিক্যাল বা প্রজেক্ট প্রাপ্ত নম্বর এর গড় নির্ণয় করে।

অনেক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং শিক্ষকরা সোশ্যাল মিডিয়ায় এই পদ্ধতির বিরোধিতা করলেও, করোনাকালীন পরিস্থিতিতে পর্ষদের কিছুই করার ছিলনা। তবে পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল যে, এই মূল্যায়ন পদ্ধতিতে অখুশি ছাত্রছাত্রীরা ভবিষ্যতে করোনা পরিস্থিতি ঠিক হলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

সংসদ এবং পর্ষদ এটিও জানিয়েছিল যে প্রজেক্ট বা প্রেক্টিকেলের নম্বরে শিক্ষক শিক্ষিকারা যেন কোনো কার্পণ্য না করেন, এবং নম্বর যেন নির্দিষ্ট সময়ে পোর্টালে আপলোড করা হয়। এতদিন ধরে চলছিল সেই কাজ। অবশেষে আগামী 22 শে জুলাই প্রকাশিত হতে চলেছে 2021 সালের উচ্চ মাধ্যমিকের ফল। পরীক্ষার ফলাফল জানা যাবে অনলাইনে।

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পাওয়া যাবে এই সমস্ত ওয়েবসাইটে: (Website to know WBCHSE HIGHER SECONDARY Exam result 2021)

অনলাইনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাওয়া যাবে, এই সমস্ত ওয়েবসাইটে- http://wbresults.nic.in, www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.indiaresults.com, www.jagranjosh.com, www.technoindiagroup.com, https://abpananda.abplive.in, www.news18bangla.com

মোবাইলে ইন্টারনেট পরিষেবা না থাকলেও, এসএমএসের মাধ্যমে জানা যাবে রেজাল্ট। তবে কাটা হতে পারে নির্দিষ্ট এসএমএস চার্জ। SMS এর মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে এসএমএস করতে হবে : WB12 <space> Roll Number লিখে এবং পাঠিয়ে দিতে হবে 56070 অথবা 5676750 অথবা 56263 নম্বরে।

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার ফলাফল (WBCHSE HS RESULT 2021)

আরো বিস্তারিত জানতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া PDF ফাইল ডাউনলোড করুন

আরো পড়ুন:

পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি জানাল পর্ষদ ও সংসদ

পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে, রয়েছে ভাসমান ঘর বাড়ি 

Advertisement
Advertisement

2 thoughts on “উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে 22 শে জুলাই| West Bengal Board Higher Secondary result 2021 to be published”

  1. Pingback: এই লোকটি মার্ক জুকেরবার্গ কে 'ছাগল' বলল কমেন্ট করে। মার্ক একটুও রাগলেন না, বরং খুশি হলেন| A person told M

  2. Pingback: 1971 মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তৈরি সিনেমা, অজয় দেবগনের 'ভূজ' OTT প্লাটফর্মে আসতে চলছে| Bhuj The Pride Of In

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *