Abot BenamiChithi.com
BenamiChithi .Com একটি ভারতীয় বাংলা ব্লগ । এখানে আমরা বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি, যেমন- তথ্যমূলক পোস্ট, জেনারেল নলেজ, সিনেমা রিভিউ, দরকারী তথ্য , সরকারী প্রকল্প ইত্যাদি। নামী বেনামী অনেক লেখক আমাদের ব্লগে নিজেদের লেখা প্রকাশ করে থাকেন । আপনিও নিজের লেখা আমাদের পাঠাতে পারেন । আপনার নিজের নাম সহ মর্যাদা সহকারে আপনার লেখা প্রকাশিত হবে ।
আমরা যা যা প্রকাশ করি:
- নানান তথ্যমূলক পোস্ট
- নানা ব্যাপারে আলোচনা
- বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা বিষয় নিয়ে লেখা
- বিভিন্ন তথ্য ও ছবি প্রকাশ
- Youtube, Facebook, Instagram, Twitter ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লেখা ও ভিডিও প্রকাশ
- সাহিত্য চর্চা ও নিজের ও অন্যদের লেখা প্রকাশ
- বিভিন্ন প্রোডাক্ট, সিনেমা , গান ইত্যাদি সংক্রান্ত রিভিউ
- ইত্যাদি
আমরা কারা ?
Hello বন্ধুরা,
আমি শুভজিৎ মাইতি একজন পশ্চিমবঙ্গবাসী বাঙালি এবং এই ব্লগ BenamiChithi. com এর প্রতিষ্ঠাতা । আমি একজন সায়েন্স স্নাতক, Computer Science আমার বিষয় । পেশায় আমি ছোট খাটো শিক্ষক এবং নেশায় লেখক । যদিও আমার লেখা কখনো কথাও প্রকাশ পায়নি। তাই আমার জরাগ্রস্থ ডাইরির পাতাগুলোতে, আর আঁচড় কামড় করে, সেটাকে কষ্ট না দিয়ে সেগুলো, অল্প অল্প করে (মাঝে মাঝে) সকলের সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি । অর্থাৎ নিজের ঢাক নিজেই পেটানোর পক্ষে পদক্ষেপ নিয়েছি । বাকি সময়টাতে Trending নানা বিষয়ে লেখা লিখি করব । অতএব এই অর্বাচীনকে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে এবং পাশে থেকে সহায়তা করবেন এই কামনা রাখি । অনেক আগেই এমন একটা ব্লগ বানানোর পরিকল্পনা করেছিলাম । কিন্তু সময় ,অর্থ আর সাহসের অভাবে সেটা আর বেশিদূর এগোয়নি । হঠাৎ, সাহস করে একটু দুঃসাহস দেখিয়ে ফেললাম । পাশে থাকবেন Please….