কয়েক ঘণ্টায় 50 লক্ষ ডাউনলোড হল, পাবজি (PUBG) গেম বা ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম (BATTLEGROUNDS MOBILE INDIA GAME download)

BATTLEGROUNDS MOBILE INDIA GAME download
শেয়ার করুন

ডাউনলোড করা শুরু হলো বহুল চর্চিত, বিতর্কিত পাবজি (PUBG) মোবাইল গেম বা ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BATTLEGROUNDS MOBILE INDIA GAME download) গেম। মাস দুয়েক আগে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামে ভারতে ফিরেছে পাবজি পাবজি গেম। গেমটির জন্য ফ্রী তে প্ৰি রেজিস্ট্রেশন শুরু হয়েছিল,18 ই মে 2021 তারিখ থেকে। গেমটির নির্মাতা সংস্থার দাবি ছিল, যারা রেজিস্ট্রেশন করবে তাদের গেমটির চারটি টুলস ফ্রীতে দেওয়া হবে। আজ (2 রা জুলাই 2021) থেকে ডাউনলোড করা যাচ্ছে গেমটি। 728 MB গেমটি ইতিমধ্যে ডাউনলোড করে ফেলেছেন 50 লক্ষ মোবাইল ব্যবহারকারী। যদিও গেমটির কিছু কিছু ব্যাপার, ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার কপালে। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, গোপনে চীনের সার্ভারে তথ্য পাঠাচ্ছে গেমটি।


প্রসঙ্গত উল্লেখ্য 2020 সালের সেপ্টেম্বর মাসে, 118 টি চিনা মোবাইল অ্যাপস, ভারতে বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। যার মধ্যে ছিল বহুল জনপ্রিয় পাবজি মোবাইল গেমস। সরকারের দাবি ছিল ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করছে, ওই চীনা মোবাইল অ্যাপস গুলি। আবার ভারতে ফিরেছে পাবজি মোবাইল গেমস, ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নামে। যদিও গোয়েন্দা সংস্থার দাবি অস্বীকার করেছে গেমটির নির্মাতা সংস্থা ক্রাফটন (Krafton).

আরো পড়ুন: পশ্চিম মেদিনীপুরের পিংলার প্রণতি নায়েক যাচ্ছে জাপান অলিম্পিকে


যদিও এসব নিয়ে আদুভাবিত নয়, মোবাইল গেমস প্রেমীরা। প্রথম দিনেই কয়েক ঘণ্টা তে পাবজি মোবাইল গেম বা ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটির ডাউনলোড (BATTLEGROUNDS MOBILE INDIA GAME download) ছাড়িয়ে গেল 50 লক্ষ।

পাবজি মোবাইল গেম বা ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমটির ডাউনলোড লিংক (BATTLEGROUNDS MOBILE INDIA GAME download link):

গেমটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে সার্চ করুন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া (BATTLEGROUNDS MOBILE INDIA), অথবা এই লিংকে ক্লিক করুন। সরাসরি প্লে স্টোরে গেমটির ডাউনলোড পেজ এ পৌঁছে যাবেন। তারপর ক্লিক করবেন ইনস্টল (Install) বাটন এ। 728 মেগাবাইট (MB) গেমটি ডাউনলোড করার জন্য, WiFi এর সাহায্য নিতে হতে পারে।

গেমটি নিজ দায়িত্বে ডাউনলোড করবেন। কোন ক্ষতি হলে, কেউ দায়িত্ব নেবে না।

আরো বিভিন্ন পোস্ট পড়তে ক্লিক করুন
Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *