মার্ক জুকারবার্গ এর মজার কমেন্ট (Mark Zuckerberg funny comments)
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ কে কমেন্ট করে ছাগল বলল একজন লোক । মার্ক জুকেরবার্গ প্রায়ই তার ফেসবুক পেজ থেকে, ফেসবুক ব্যবহারকারীদের নানারকম নতুন আপডেট, নতুন ফিচার সম্পর্কে অবগত করেন, ভিডিও ও ছবি পোস্ট করার মাধ্যমে। আজ তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন, যেখানে তিনি ফেসবুকের নতুন কিছু সাউন্ডমোজি ( Soundmoji ) সম্পর্কে তথ্য দিচ্ছিলেন। ফেসবুকের সাউন্ডমোজি নতুন কিছু ব্যাপার নয়। কিছুদিন আগে থেকেই আমরা দেখেছি, ফেসবুকে যেকোনো পোস্ট এর কমেন্ট বক্সে কনগ্রাচুলেশন্স (Congratulations) বা হ্যাপি বার্থডে (Happy Birthday) লিখে পোস্ট করলে সঙ্গে সঙ্গে কিছু শব্দ হয় ও অ্যানিমেশন আমরা দেখতে পাই। এই ধরনের ইমোজি কে বলা হয় সাউন্ডমোজি। প্রসঙ্গত উল্লেখ্য আগামীকাল 17 জুলাই সারা বিশ্বজুড়ে পালিত হয় ‘World Emoji Day’ অর্থাৎ বিশ্ব ইমোজি দিবস । এই উপলক্ষে একটি ভিডিওর মাধ্যমে ফেসবুকে নতুন কিছু সাউন্ডমোজি প্রকাশ করছিলেন মার্ক জুকারবার্গ। এর মধ্যে ছিল ‘গোটমোজি’ (Goatmoji) 🐐 অর্থাৎ একটি ছাগলের ইমোজি। এই ইমোজি মেসেঞ্জার এর নতুন ভার্সনে অথবা ফেসবুকের নতুন ভার্সনে, কমেন্ট সেকশনে পোস্ট করে দিলে, সঙ্গে সঙ্গে শোনা যাবে ছাগলের ডাক। সেই ভিডিওর কমেন্ট সেকশনে একজন ফেসবুক ব্যবহারকারী মার্ক জুকেরবার্গ কে বললেন, “You are the GOAT 🐐 ” অর্থাৎ “আপনি একটি ছাগল”। মার্ক একটুও না রেগে ঐ লোকটির ভুল শুধরে দিলেন “GOATS” অর্থাৎ “ছাগলগুলি” বলে। কারণ, কাজটা তিনি একা করেননি। তিনি উল্লেখ করেছেন, এই ছাগলের ডাক এর শব্দ ধরার পেছনে তার টিমের বিশাল অবদান রয়েছে। তার সাউন্ড ডিজাইনিং টিম বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ছাগলের খামারে গিয়ে, ছাগলের ডাক রেকর্ড করেছেন। সুতরাং তিনি একা নন, তিনি এবং তার টিমের সবাই ‘GOATS’ . আর এই GOAT মনে ‘ছাগল’ নয়। ‘GOAT’ কথাটির অর্থ হলো: Great Of All Time, অর্থাৎ “সব সময় মহান”। সত্যিই মার্ক জুকেরবার্গ মহান। তিনি ফেসবুক না তৈরি করলে আমাদের অবসর সময় কাটতো কি করে ?
আরো পড়ুন : 1971 মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তৈরি সিনেমা, অজয় দেবগনের ‘ভূজ’ OTT প্লাটফর্মে আসতে চলছে
ফেসবুক ব্যবহারকারীরা সেই কমেন্টকে এবং মার্ক জুকারবাগ এর উত্তরকে স্মাইলি ও লাভ ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। দেখে নিন সেই কমেন্ট এবং মার্ক জুকারবার্গ এর উত্তর:
নিচে রইল মার্ক জুকারবার্গের সেই ভিডিওটি। ওই ভিডিওটি চালিয়ে দেখে নিতে পারবেন, ফেসবুকের নতুন সাউন্ডমোজি গুলো এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। সাউন্ডমোজি ব্যবহার করার জন্য, অবশ্যই আপনার ফেসবুক অ্যাপটি এবং মেসেঞ্জার অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট করতে হবে।
আরো পড়ুন:পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে ভারতে। রয়েছে ভাসমান ঘরবাড়ি ও স্কুল।
পশ্চিবঙ্গের উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে 22 শে জুলাই
Pingback: বিশ্ব ইমোজি দিবস 2021:জানুন বিভিন্ন অজানা কথা | World Emoji Day 2021 in Bengali - Benami chithi - বেনামী চিঠি
Pingback: 1971 মুক্তিযুদ্ধকালীন ঘটনা নিয়ে তৈরি সিনেমা, অজয় দেবগনের 'ভূজ' OTT প্লাটফর্মে আসতে চলছে| Bhuj The Pride Of In