ফাঁকা মাঠে গোলকিপার একাই খেললেন 15 মিনিট: জানুন বিস্তারিত | Goal keeper played alone 15 minutes: Read More.

শেয়ার করুন

আমাদের জীবনে কখনো কখনো, অত্যন্ত ছোট্ট একটা ঘটনা, গভীর ভাবে রেখাপাত করে । কখনো কখনো একটি ছোট্ট ঘটনা, আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়।

ওপরের এই ছবিটি 1937 সালের ক্রিসমাসের দিনের ছবি। ছবিতে একজন গোলরক্ষক খেলার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন। ম্যাচ চলছিল চেলসি বনাম চার্লটনের। ডিসেম্বর মাসের কুয়াশায় মাঠের কিছুই দেখা যাচ্ছিল না। গোলরক্ষক নিজের পজিশন নিলেন, রেফারির বাঁশিতে খেলা শুরু হল। পিছনে দর্শকদের চিৎকার চলছিল। অনেক্ষন গোলরক্ষক এইভাবে দাঁড়িয়ে রইলেন, বল আর গোল পোস্টের কাছে আসে না। মিনিট পনেরো-কুড়ি এইভাবে কাটার পর একজন সিকুরিটি গার্ড এসে ওনাকে এভাবে দেখে বলল,” স্যার আপনি এখনো এখানে ? কুয়াশার কারণে রেফারি ম্যাচ বাতিল করেছে পনেরো মিনিট আগে। সবাই তো মাঠের বাইরে চলে গেছে।” গোলরক্ষক বললেন,”আমি তোমার কথা বিশ্বাস করি না। খেলা বাতিল হলে আমার বন্ধুরা আমাকে না জানিয়ে চলে যাবে না।”

শ্যাম বার্ট্রাম

(ছবির ক্রেডিট:ESPN)

পরে তিনি দেখলেন সত্যিই ম্যাচ বাতিল হয়েছে । এতে তিনি গভীর দুঃখ পেলেন। পরে ওই গোলরক্ষক বহুবার এই কথা সকলের সামনে এনেছিলেন। আসলে কুয়াশার জন্যে কেউ ওনাকে দেখতে পায়নি। ম্যাচ বাতিল হওয়ায়, যে যার মাঠ ছেড়ে ফিরে গেছে, গোল পাহারারত ওই গোলরক্ষক কে না ডেকে। ইনি ছিলেন চার্লটনের গোল রক্ষক শ্যাম বার্ট্রাম । এর পরেও তিনি বহু ম্যাচ খেলেছেন। কিন্তু ওই দিনের অভিজ্ঞতা তিনি ভুলতে পারেন নি ।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *