IPL 2021: নিলাম অনুষ্ঠিত হবে 18 ই ফেব্রুয়ারি | IPL 2021: Auction will be held on 18th February

শেয়ার করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL ) -এর 14 তম এডিশন এর নিলামের তারিখ ঘোষণা হল আজ। IPL এর অফিসিয়াল টুইটার হ্যান্ডলে খবরটি প্রকাশিত হয়েছে। নিলাম হবে 18 ই ফেব্রুয়ারি চেন্নাইতে। যে সমস্ত ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন যারা IPL এর সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক, তাঁদের 4 ঠা ফেব্রুয়ারি বিকাল 5 টার মধ্যে IPL নিলাম সম্মতিপত্র জমা দেবেন অনলাইনে এবং পোস্টের মাধ্যমে সেই সম্মতিপত্র জমা দেবেন 12 ই ফেব্রুয়ারির মধ্যে। IPL 2021 এর এই এডিশন টি অনুষ্ঠিত হওয়ার কথা এপ্রিল-মে মাস নাগাদ। তবে খেলার স্থান এখনো BCCI ঘোষণা করে নি। প্রসঙ্গত  উল্লেখ্য গত এডিশন খেলা হয়েছিল UAE তে এবং জয় লাভ করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। করোনা মহামারীর জন্য গত বছর ফ্রাঞ্চাইজি গুলো ভালোই লস করেছিল। তাই নিলামে ক্রিকেটার দের দর কতটা উঠবে সেটাই দেখার।

 

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *