পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প 2021| West Bengal Lakshmi Bhandar Scheme 2021: Application Form [PDF]

Lakshmi Bhandar Scheme
শেয়ার করুন

West Bengal Lakshmi Bhandar Scheme Apply | West Bengal Lakshmi Bhandar Scheme Online Registration | West Bengal Lakshmi Bhandar Application Form PDF

পশ্চিমবঙ্গে অনেক পরিবার আছে যাদের মৌলিক আয়ের সহায়তা নেই। তাই তারা তাদের দৈনন্দিন ব্যয়ের অর্থায়ন করতে পারছে না। সেই সমস্ত মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছে । এই স্কিমের মাধ্যমে, সরকার পরিবারের মহিলা প্রধানদের প্রাথমিক আয়ের সহায়তা প্রদান করতে যাচ্ছে । আমাদের প্রতিবেদনে  লক্ষ্মী ভাণ্ডার স্কিম সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকছে। যেমন: এর উদ্দেশ্য, সুবিধা, আবেদনপত্র, যোগ্যতার, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি। সুতরাং আপনি যদি এই স্কিম সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আগ্রহী হন তাহলে আপনি এই লেখাটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প 2021 (Lakshmi Bhandar Prakalpa)

পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার স্কিম চালু করেছে, যাতে পরিবারের মহিলা প্রধানদের মৌলিক আয়ের সহায়তা প্রদান করা যায়। এই স্কিমের মাধ্যমে, সরকার সাধারণ সম্প্রদায়ের (General Caste) পরিবারকে প্রতি মাসে 500 টাকা এবং তপসিলি জাতি (SC) বা তপসিলি উপজাতি (ST) পরিবারকে প্রতি মাসে 1000 টাকা প্রদান করবে। পশ্চিমবঙ্গের প্রায় 1.6 কোটি পরিবার এই প্রকল্প থেকে উপকৃত হবে। এই স্কিমটি রাজ্যের একটি পরিবারের মাসিক গড় খরচ খরচ 5249 টাকা মাথায় রেখে চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা, উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নিয়ম ও নির্দেশিকা (Lakshmi Bhandar Scheme Rules and Guidelines)

পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের  জন্য নির্দেশিকা এবং নিয়মাবলী  ঘোষণা করেছে। এই স্কিমের মাধ্যমে, সরকার দরিদ্র পরিবারগুলিকে মাসিক 500 টাকা ভাতা দিতে চলেছে। তফসিলি জাতি ও তপশিলি উপজাতির পরিবারগুলি মাসিক 1000 টাকা ভাতা পাবে। এই প্রকল্পের সুবিধা পেতে যোগ্যতা এবং অন্যান্য মানদণ্ড 30 জুলাই 2021 -এ মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ জারি করেছে। এই প্রকল্পটি 1 শে সেপ্টেম্বর 2021 থেকে কার্যকর হবে।

পরিবারের সকল যোগ্য মহিলা প্রধান এই স্কিমের আওতায় মৌলিক আয়ের সহায়তা পাবেন। আর্থিক সুবিধা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। পশ্চিমবঙ্গের প্রায় 1.60 পরিবার এই প্রকল্প থেকে উপকৃত হবে।

লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নিয়ম ও নির্দেশিকা (Lakshmi Bhandar Scheme Rules and Guidelines) নীচে আলোচনা করা হল।

এই প্রকল্পের অধীনে সুবিধার পরিমাণ 2021 সালের সেপ্টেম্বর থেকে দেওয়া হবে, জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সারা রাজ্যর বিভিন্ন গ্রাম ও ব্লকে ‘দুয়ারে সরকার’ সরকারী ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে বিনামূল্যে আবেদন ফর্ম পাবেন। আবেদনকারী 16 আগস্ট 2021 থেকে 15 সেপ্টেম্বর 2021 পর্যন্ত আবেদন করতে পারবেন।

সমস্ত আবেদনকারীদের সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিতে হবে যার মধ্যে রয়েছে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক, নিজের পাসপোর্ট ছবি সহ আবেদনপত্র। নীচে আবেদন করার শর্তাবলী আলোচনা করা হল।

  • 1) যে পরিবারগুলিতে কমপক্ষে একজন আয়কর (Income Tax) প্রদানকারী সদস্য রয়েছে, তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবেন না।
  • 2) সাধারণ শ্রেণীর মহিলারা যাদের 2 হেক্টরের বেশি জমি রয়েছে তারাও এই প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন না।
  • 3) যে সব মহিলারা পেনশন বা কোন মাসিক ভাতা পান, তাঁরা আবেদন করতে পারবেন না।
  • 4) বেনিফিটের পরিমাণ সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
  • 5)আপনার আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • 6) স্বাস্থ্য সাথী কার্ড থাকলে ভালো। না থাকলেও আবেদন করা যাবে, আধার কার্ড দিয়ে।
  • 7) যেসব মহিলারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কেবল তারাই আবেদন করতে পারবেন।
  • 8) মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারেন।
  • 9) যেসব মহিলারা বেসরকারি ও সরকারি খাতে স্থায়ী চাকরি করছেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
  • 10) অস্থায়ী কর্মীরা (Casual Worker) এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Lakshmi Bhandar Scheme Documents)

নিচের সমস্ত ডকুমেন্টস গুলি original ও জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবেন।

  • আধার কার্ড
  • স্বাস্থ্য সাথী কার্ড (যদি থাকে)
  • জাতিগত প্রমাণপত্র বা কাস্ট সার্টিফিকেট (কেবলমাত্র SC/ST দের জন্য)
  • রেশন কার্ড
  • বাসস্থানের প্রমাণপত্র বা Residential Certificate
  • বয়সের প্রমাণপত্র
  • ব্যাংক এর পাস বই
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর
  • এপ্লিকেশন ফরম (নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়া, দুয়ারে সরকার ক্যাম্প থেকে বিনামূল্যে পাবেন।)

পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাজেট (Lakshmi Bhandar Scheme Budget)

এই স্কিমের অধীনে, তপসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রতিটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। সরকার এই স্কিমের জন্য 12900 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে রাজ্যের গ্রামীণ ও শহুরে অর্থনীতি শক্তিশালী হবে, মনে করছে সরকার। সাধারণ সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 500 টাকা অর্থাৎ, প্রতি বছর 6000 টাকা পাবেন। তপসিলি জাতি (SC) ও তপসিলি উপজাতি (ST) সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা অর্থাৎ প্রতি বছর 12000 টাকা পাবেন।

পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় আবেদন করার পদ্ধতি (Lakshmi Bhandar Application)

পশ্চিমবঙ্গের যোগ্য প্রার্থী যারা লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য আবেদন করতে চান , প্রথমে তাদের লক্ষ্মী ভাণ্ডার আবেদন পত্র (Lakshmi Bhandar Application Form PDF) এর PDF ফাইল টি ডাউনলোড   করে প্রিন্ট করে নিতে হবে । এই আবেদন পত্রটি বিনামূল্যে দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প থেকেও পাবেন। তারপরে সমস্ত প্রয়োজনীয়  তথ্য পূরণ করে দিতে হবে। নিচের তথ্য গুলো ফরম এ উল্লেখ করতে হবে।
স্বাস্থ্য সাথী কার্ড (যদি থাকে)। স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে লক্ষীর ভান্ডার অ্যাপ্লিকেশন এর সঙ্গে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন দুয়ারের সরকার ক্যাম্পে।
আধার নং
নাম
মোবাইল নম্বর
ইমেইল আইডি
জন্ম তারিখ
বাবার নাম
মায়ের নাম
স্বামী বা স্ত্রী নাম
ঠিকানা
ব্যাংক অ্যাকাউন্ট বিবরণী
এই সমস্ত বিবরণ পূরণ করার পর, প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি ফরম এর সাথে যুক্ত করে দেবেন। নির্ধারিত আবেদন ফর্মটি, দুয়ারে সরকার ক্যাম্পে, নির্দিষ্ট কাউন্টারে জমা দেবেন।

আরো পড়ুন:

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পলিটেকনিক, স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য

স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিভাবে আবেদন করবেন

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *