Swami Vivekananda Scholarship 2021: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও কলেজ পাশ ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ| Swami Vivekananda Scholarship in Bengali

Swami Vivekananda Scholarship
শেয়ার করুন

পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship) পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে, কিভাবে রিনিউয়াল করতে হবে, এবং আবেদন করার জন্য যোগ্যতামান নিচে আলোচনা করা হলো।

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরা অর্থের অভাবে উচ্চ শিক্ষা সম্পূর্ণ করতে পারে না। তাদের জন্য আমাদের এই প্রতিবেদন। স্কলারশিপ এর সাহায্যে আপনি আপনার উচ্চ শিক্ষা সম্পূর্ণ করতে পারবেন। আজ আলোচনা করব, এমনই একটি স্কলারশিপ নিয়ে। ওপরে দেওয়া Share বাটন দিয়ে আপনার বন্ধু বান্ধব, ছাত্র-ছাত্রী এবং Facebook এ নিজের Timeline এ শেয়ার করুন।

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Scholarship) দরিদ্র অথচ মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে। এটি বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhavan Scholarship) নামেও পরিচিত । পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা দপ্তর (West Bengal Higher Education Department) থেকে, এই স্কলারশিপ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি টাকার বৃত্তি পাওয়া যায় এই স্কলারশিপে।

Table of Contents

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলার্শিপ এর যোগ্যতা (Swami Vivekananda Scholarship Eligibility)

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার জন্য শর্ত গুলি হল:

  • পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার (250000) চেয়ে বেশি হওয়া চলবে না।
  • পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • নির্দিষ্ট শতকরা হারে নম্বর পেতে হবে।কোন কোর্স এর জন্য কত নম্বর পেতে হবে তা নিচে উল্লেখ করা হয়েছে।
  • যে কোর্স গুলি নিয়ে পড়াশোনা করবেন সেগুলো রেগুলার কোর্স হতে হবে। ডিস্টেন্স মোড এ পড়াশোনা করলে আবেদন করতে পারবেন না।
  • যে কোর্স গুলি নিয়ে পড়াশোনা করবেন, তা যেন বিভিন্ন কেন্দ্রীয় নিয়ামক সংস্থা যেমন- ইউজিসি (UGC), AICTE বা অন্যান্য সংস্থা দ্বারা বৈধ হয়। নিচে আরও বিস্তারিত দেওয়া রয়েছে।
  • অন্য কোন সরকারি স্কলারশিপ পেয়ে থাকলে আবেদন করতে পারবেন না ।

কোন কোন কোর্স এর ক্ষেত্রে আবেদন করা যায় (Swami Vivekananda Scholarship list of Course):

মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিক পড়ার জন্য:

75% নম্বর সহ, মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা, উচ্চমাধ্যমিক (10+2) পড়ার সময় (একাদশ ও দ্বাদশ শ্রেণীতে) বৃত্তি পাওয়ার যোগ্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ছাড়া অন্য কোন বোর্ড থেকে পাশ করলে আবেদন করার যোগ্য নন।


পলিটেকনিক ডিপ্লোমা কোর্স (SVMCM Scholarship for Polytechnic and Diploma)

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর যারা পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স (Under DTE&T) এ পড়াশোনা করবে, তারাও আবেদন করার যোগ্য।

VOCLET Exam পাশের পর, যারা পলিটেকনিকে সরাসরি দ্বিতীয় বর্ষে (Polytechnic 2nd Year) ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হবে, তারাও আবেদনের যোগ্য।

WBSC&VE&SD অনুমোদিত ভোকেশনাল ( উচ্চমাধ্যমিকের সমতুল্য) কোর্স পাস করার পর, সরাসরি পলিটেকনিক দ্বিতীয় বর্ষে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হলে, আবেদন করতে পারবেন।
 
যেসব ছাত্র ছাত্রীরা 2020 সালে মাধ্যমিক পাস করেছেন এবং কোন কারনে পলিটেকনিক করছে কলেজে ভর্তি হতে পারেননি, এবছর ভর্তি হলে আবেদন করার যোগ্য।

উচ্চমাধ্যমিকের পর পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, 3D অ্যানিমেশন কোর্স বা অফিস ম্যানেজমেন্ট কোর্স এ ভর্তি হলে আবেদন করতে পারবেন।

প্রত্যেক ক্ষেত্রে শতকরা 75 % নম্বর সহ পাস করতে হবে ( অতিরিক্ত বা Optional বিষয় বাদে)। মনে রাখতে হবে কোর্সটি যেন এ আই সি টি ই (AICTE) বা (WBSCT&VE&SD) দ্বারা অনুমোদিত হয়।

উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরে (SVMCM Scholarship for Graduation /Engineering /Medical, etc.) :

উচ্চ মাধ্যমিক পাশের পর স্নাতক স্তরে (UG) , Science / Arts / Commerce এর সাধারণ ডিগ্রী কোর্স ( General Degree Course) এর ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে 75% নম্বর সহ (Beast of 5 Subject).

ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, জি এন এম নার্সিং, ফার্মেসি, প্যারামেডিকেল ডিপ্লোমা কোর্স ইত্যাদির ক্ষেত্রে আবেদন করা যায় । ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা ফার্মেসি কোর্সে, দ্বিতীয় বর্ষের ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভর্তি হবেন তাদের জন্য 75% নম্বর থাকে। এছাড়াও বিভিন্ন পেশাগত কোর্স এর ক্ষেত্রে আবেদন করা যায়। তবে খেয়াল রাখতে হবে কোর্স টি যেন ইউজিসি (UGC) দ্বারা অনুমোদিত হয়।টেকনিক্যাল এডুকেশন, ভোকেশনাল বা পেশাগত শিক্ষার ক্ষেত্রে কোর্সটি যেন এ আই সি টি ই (AICTE) বা (WBSCT&VE&SD) দ্বারা অনুমোদিত হয়। এছাড়াও বিভিন্ন পেশাগত কোর্স এর ক্ষেত্রে আবেদন করা যায়।

স্নাতকোত্তর স্তরে (Post Graduate):

স্নাতক স্তরে (UG) পড়াশোনা করার পর, স্নাতকোত্তর স্তরে (PG) পড়াশোনা করতে চাইলে, আবেদন করতে পারবেন। এক্ষেত্রে 53% নম্বর পেয়ে স্নাতক হতে হবে। ( কন্যাশ্রী প্রাপক হলে নিয়ম আলাদা, সেটি নিচে আলোচনা করা হয়েছে)।

ইঞ্জিনিয়ারিং এর পোস্ট গ্রাজুয়েট স্তরে আবেদন করা যাবে। ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসির স্নাতকোত্তর স্তরে বা পোস্ট গ্রাজুয়েট স্তরে স্কলারশিপ পেতে হলে 55% নম্বর সহ স্নাতক হতে হবে।

এ ছাড়াও বিজনেস ম্যানেজমেন্ট বা অন্যান্য পেশাগত কোর্সের ক্ষেত্রেও, আবেদন করা যাবে। তবে খেয়াল রাখতে হবে কোর্স টি যেন ইউজিসি (UGC) অথবা টেকনিক্যাল এডুকেশন এর ক্ষেত্রে এ আই সি টি ই (AICTE) দ্বারা অনুমোদিত হয়।

কন্যাশ্রী পাওয়া ছাত্রীরা (SVMCM Kanyashree K3 Scholarship):

যেসব ছাত্রীরা K2 ফরম পূরণ করে কন্যাশ্রীর টাকা পেয়েছেন, তারা যদি রেগুলার কোর্স এ স্নাতক বা গ্রাজুয়েশন করে থাকেন, তাহলে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট পড়ার সময় আবেদন করার যোগ্য। বিবাহিত না অবিবাহিত যাই হোক আবেদন করা যাবে । এক্ষেত্রে কমপক্ষে 45 % নম্বর পেয়ে স্নাতক হতে হবে। কন্যাশ্রীর K2 আইডি দরকার হবে আবেদন করার জন্য। কন্যাশ্রী প্রাপক মেয়েদের জন্য কোন ইনকাম সার্টিফিকেট লাগবে না। এই স্কলারশিপের নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী K3 স্কলার্শিপ (Kanyashree K3 Scholarship)


এমফিল (M.Phil.)এবং পিএইচডি (PHD) করার ক্ষেত্রে (SVMCM for M.Phil. and P.H.D.)

যারা M.Phil করবেন তারা যোগ্য। যারা গবেষণা করবেন (PHD) কিন্তু নেট কোয়ালিফাই করেননি, কোন সরকারি প্রতিষ্ঠান থেকে গবেষণা করলে, আবেদন করতে পারবেন। নেট কোয়ালিফাই করে লেকচারশীপ পাওয়া ব্যক্তিরা, গবেষণা (PHD) করলেও আবেদনের যোগ্য।

ড্রপ আউট ছাত্র-ছাত্রী দের জন্য ( SVMCM for Dropout ):

যারা এক বছর আগে পাস করেছেন, কিন্তু কোন কারণে স্কুল বা কলেজে নতুন কোর্সে ভর্তি হতে পারেননি, তারা যদি এবছর এডমিশন নেন, তাহলেও স্কলারশিপ পাওয়ার যোগ্য।



স্বামী বিবেকানন্দ স্কলার্শিপ পেতে কত শতাংশ নম্বর লাগবে (Marks needed to apply SVMCM scholarship):

কোন ক্ষেত্রে কত শতাংশ নম্বর লাগবে তার নিচে আলাদাভাবে আলোচনা করা হলো:
1) উচ্চ মাধ্যমিক স্তরে স্কলারশিপ পেতে 75 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে।
2) পলিটেকনিক ডিপ্লোমাতে স্কলারশিপ পেতে হলে ডিপ্লোমার প্রথম বর্ষে 75 শতাংশ নম্বর পেতে হবে
3) আন্ডার গ্রাজুয়েশন স্তরে স্কলারশিপ পেতে হলে 75 শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে
4) পোস্ট গ্রাজুয়েট স্তরে স্কলারশিপ পেতে হলে 53 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে
5) কন্যাশ্রী পাওয়া মেয়েদের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট স্তরে স্কলারশিপ পেতে হলে 45 শতাংশ নম্বর সহ স্নাতক হতে হবে
6) ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েট এর ক্ষেত্রে 55 শতাংশ নম্বর পেতে হবে গ্রাজুয়েট বা স্নাতক স্তরে

পারিবারিক বার্ষিক আয় (Annual Family Income for SVMCM):

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা Bikash Bhavan Scholarship এর জন্য আবেদন করার জন্য, প্রত্যেক কোর্সের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় আড়াই লাখ টাকার (RS 2,50,000) বেশি হওয়া চলবে না।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ টাকার পরিমান (Swami Vivekananda Scholarship amount):

স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলার্শিপ এ কোন ক্ষেত্রে কত টাকা পাওয়া যায় তা নিচে আলোচনা করা হলো।
পলিটেকনিক ডিপ্লোমা : পলিটেকনিক ডিপ্লোমা  কোর্স এর ছাত্র ছাত্রীরা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। অর্থাৎ 3 বছরে মোট 54000 টাকা পাবেন।

উচ্চ মাধ্যমিক স্তরে (HS):  উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবেন। অর্থাৎ 2 বছরে মোট 24000 টাকা পাবেন।

স্নাতক স্তরে (UG): আর্টস ও কমার্স বিষয় নিয়ে রেগুলার কোর্স এ স্নাতক স্তরে পড়াশোনা করলে মাসে 1000 টাকা করে পাবেন। অর্থাৎ 3 বছরে মোট 36000 টাকা পাওয়া যায়।
বিজ্ঞান বিভাগ (Science) নিয়ে পড়াশোনা করলে প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। অর্থাৎ 3 বছরে মোট 54000 টাকা পাবেন।

UGC দ্বারা স্বীকৃত অন্যান্য প্রফেশনাল কোর্স (UG Level) : UGC দ্বারা স্বীকৃত অন্যান্য পেশাগত কোর্স এর ক্ষেত্রে মাসে 1500 টাকা করে পাবেন।

স্নাতকোত্তর স্তরে(PG): আর্টস  ও কমার্স বিষয় নিয়ে স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রেজুয়েট (PG) স্তরে পড়াশোনা করলে মাসে 2000 টাকা করে পাবেন। অর্থাৎ 2 বছরে মোট 48,000 টাকা পাবেন।
বিজ্ঞান (Science) বিষয় নিয়ে স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্রেজুয়েট (PG) স্তরে পড়াশোনা করলে মাসে 2500 টাকা করে পাবেন। অর্থাৎ 2 বছরে মোট 60,000 টাকা পাবেন।

UGC দ্বারা স্বীকৃত অন্যান্য প্রফেশনাল কোর্স (PG Level) : UGC দ্বারা স্বীকৃত,স্নাতকোত্তর স্তরের অন্যান্য পেশাগত কোর্স এর ক্ষেত্রে মাসে 2500 টাকা করে পাবেন। অর্থাৎ 2 বছরে মোট 60,000 টাকা পাবেন।

ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ও স্নাতকোত্তর স্তরে (UG (ENGG.), PG (ENGG.) AND OTHER PROFESSIONAL COURSES (AICTE APPROVED): ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বা (AICTE অনুমোদিত) পোস্ট গ্রেজুয়েট লেভেলের অন্যান্য পেশা গত কোর্সের ক্ষেত্রে মাসে 5000 টাকা করে পাবেন।

মেডিক্যাল ডিগ্রী ও ডিপ্লোমা কোর্স UG (MEDICAL-DEGREE) AND DIPLOMA COURSES: স্নাতক স্তরের মেডিক্যাল ডিগ্রী কোর্স এর ক্ষেত্রে মাসে 5000 টাকা করে পাবেন।
স্নাতক স্তরের মেডিক্যাল ডিপ্লোমা কোর্স এর ক্ষেত্রে মাসে 1500 টাকা করে পাবেন।

নেট কোয়ালিফাই না করে এম. ফিল. এবং পি. এইচ. ডি. NON NET M.PHIL./NON NET PH.D.: নেট কোয়ালিফাই না করে এম. ফিল. (M.PHIL.) করলে মাসে 5000 টাকা করে পাবেন।
নেট কোয়ালিফাই না করে পি. এইচ. ডি. ( P.H.D. ) করলে মাসে 8000 টাকা করে পাবেন।

আবেদন করার পদ্ধতি (Swami Vivekananda Scholarship 2021 online application):

আবেদন করতে পারবেন অনলাইনে। অফলাইনে কোন ডকুমেন্টস জমা দিতে হবে না। অনলাইনে কিভাবে আবেদন করবেন, তা  নিচে আলোচনা করা হলো।

নিচের লাইক বাটন দিয়ে আমাদের ফেসবুক পেজ টি লাইক করে রাখুন । যখনই নতুন করে আবেদন করা শুরু হবে, বা এই সংক্রান্ত কোন আপডেট এলে, আমরা আমাদের ফেসবুক page এ তা প্রকাশ করব।

কিভাবে অনলাইনে ফরম ফিলাপ করবেন, তা দেখার জন্য, এই=> ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং নোটিফিকেশন বেল আইকনে All Notification on করে রাখুন।

1)Online এ আবেদন করার জন্য: https://svmcm.wbhed.gov.in এই ওয়েবসাইট টি খুলতে হবে ।

2) ওয়েবসাইট এর একদম ওপরে (ডানদিকে) পাবেন রেজিস্ট্রেশন (Registration) বাটন, ওখানে ক্লিক করতে হবে । নিচে ছবিতে দেখানো হয়েছে ।

Swami vivekananda scholarship

3) একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে দেওয়া থাকবে কি কি Documents লাগবে সেই ব্যাপারে। ওই পেজ স্ক্রল করলে নিচের দিকে একটি Checkbox দেখতে পাওয়া যাবে (নিচের ছবিতে 1 নম্বর) ওখানে ক্লিক করতে হবে । যদি User Manual ডাউনলোড করতে চান, (Download User Manual) এ ক্লিক করে Download করতে পারেন  (নিচের ছবিতে 2  নম্বর)। এর পর (Proceed to Registration) এ ক্লিক করতে হবে (নিচের ছবিতে 3 নম্বর)।

Swami vivekananda scholarship

4) এর পর একটি নতুন পেজ খুলে যাবে ।আপনি যে কোর্সের জন্য আবেদন করতে চান, এখানে আপনাকে সেই option এ ক্লিক করতে হবে (নিচের ছবিতে দেখানো হয়েছে)। যেমন –

  1. আপনি যদি HS লেভেল এর জন্য আবেদন করতে চান (1 নম্বর option) Directorate of School Education সিলেক্ট করতে হবে  ।
  2. আপনি যদি Polytechnic এর জন্য আবেদন করতে চান (2 নম্বর option) Directorate of Technical Education and Training সিলেক্ট করতে হবে  ।
  3. আপনি যদি স্নাতক (UG), স্নাতকোত্তর(PG), M.PHIL., PHD, বা UGC স্বীকৃত অন্য কোন কোর্সের জন্য আবেদন করতে চান (3 নম্বর option) Directorate of Public Instruction সিলেক্ট করতে হবে  ।
  4. ইন্জিনিয়ারিং এর জন্য (4  নম্বর option)  সিলেক্ট করতে হবে 
  5.  Medical এর জন্য  (5  নম্বর option)  সিলেক্ট করতে হবে  ।
  6. কন্যাশ্রী (Kanyashree K3 Scholarship) এর জন্য  (6  নম্বর option)  সিলেক্ট করতে হবে  ।

এবং ‘Click on Apply For Fresh Application’ এ ক্লিক করতে হবে ।  

Swami vivekananda scholarship

5) এর পর একটি নতুন Page খুলে যাবে। সেখানে পর পর আপনার ব্যক্তিগ তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অনান্য তথ্য পূরণ করতে হবে।

6)পারিবারিক বার্ষিক আয়ের প্রমান পত্র (Income Certificate) ও মার্কশিট সহ অনান্য সার্টিফিকেট এর স্ক্যান কপি আপলোড করতে হবে ।

7) এরপর ওখানে দেওয়া নির্দেশ অনুযায়ী বাকি কাজগুলো সেরে ফেলতে হবে।

স্কলারশিপ এর হেল্পলাইন (Swami Vivekananda Scholarship Helpline): 

স্কলারশিপ সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে, এই পোস্টের একেবারে নিচে কমেন্ট সেকশন এ লিখতে পারেন । আমরা চেষ্টা করব তার উত্তর দিতে।  অথবা Email করতে পারেন আপনার কোর্স অনুযায়ী নির্দিষ্ট Email ID তে। কোর্স অনুযায়ী যোগাযোগের Email ID গুলি নিচে উল্লেখ করা হল ।  

  •  HS লেভেল এর জন্য Email Hepline : helpdesk.svmcm-wb@gov.in অথবা  ddsebasic2016@gmail.com এ
  •  Polytechnic এর জন্য Email Hepline : helpdesk.svmcm-wb@gov.in অথবা dtet_wb@yahoo.co.in এ
  •  স্নাতক (UG), স্নাতকোত্তর(PG), M.PHIL., PHD,কন্যাশ্রী (Kanyashree K3 Scholarship) বা UGC স্বীকৃত অন্য কোন কোর্সের জন্য Email Hepline : helpdesk.svmcm-wb@gov.in অথবা gl_chak@yahoo.co.in
  •   ইন্জিনিয়ারিং এর জন্য জন্য Email Hepline : helpdesk.svmcm-wb@gov.in অথবা dtewbgovt@gmail.com
  • Medical এর জন্য জন্য Email Hepline : helpdesk.svmcm-wb@gov.in অথবা dme.wbhealth@gmail.com

যোগ্যতা যাচাই পদ্ধতি (Swami Vivekananda Scholarship Merit Judging Criteria):


যোগ্যতা মান যাচাই হবে পরীক্ষায় প্রাপ্ত নম্বর, বার্ষিক আয় প্রমাণপত্র অন্যান্য নথি পত্র যাচাই করার মাধ্যমে। অন্য কোন সরকারি স্কলারশিপ পেলে, এই স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে পারবেন না।


যদি কোন ক্ষেত্রে দেখা যায়, কোন প্রার্থী ভুল তথ্য দিয়েছে, সে ক্ষেত্রে টাকা ফেরত নেওয়া হতে পারে।  ভবিষ্যতে কোনো সরকারি স্কলারশিপ এর আবেদন করতে পারবেন না। এমনকি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতে পারে।

Read More: আমাদের অন্যান্য লেখাগুলো পড়তে এখানে ক্লিক করুন।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *