আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত টাইটানোবোয়া নামের অতিকায় সাপ| Titanoboa: Monster Snake in Bengali

Taitanoboa
শেয়ার করুন

আজ থেকে প্রায় 6 কোটি বছর আগে পৃথিবীতে দাপিয়ে বেড়াত এক বিশালাকায় সরীসৃপ। এর নাম দেওয়া হয়েছে টাইটানোবোয়া (Taitanoboa)। টাইটানোবোয়া নামটি এসেছে ‘টাইটানিক বোয়া’, থেকে।  এই সাপ গুলি লম্বায় ছিল প্রায়, 12.6 মিটার থেকে 14.6 মিটার। অর্থাৎ প্রায় 48 ফুট লম্বা ছিল এরা। এদের পেটের ব্যাস ছিল প্রায় 1 মিটার, অর্থাৎ তিন ফুটের চেয়েও বেশি। ওজন প্রায় 2500 পাউন্ড অর্থাৎ, 1135 কেজি। এদের আকৃতির কাছে আনাকোন্ডা নেহাত শিশু।

এরা মূলত শিকারকে জড়িয়ে ধরে, তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে, এবং চাপ দিয়ে শিকারের মেরুদন্ড ভেঙে দিয়ে শিকার করত। শিকারের শরীরে প্রতি বর্গ ইঞ্চিতে 400 পাউন্ড বল প্রয়োগ করার ক্ষমতা ছিল এদের। অর্থাৎ প্যারিসের আইফেল টাওয়ার এর মতো 3 টি টাওয়ার কে একসাথে পিষে ফেলার ক্ষমতা ছিল এদের।

2009 সালে এমন 28 টি অতিকায় টাইটানোবোয়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে দক্ষিণ আমেরিকার কলম্বিয়াতে। জীবাশ্ম দেখে বিজ্ঞানীদের অনুমান, হয়তো ডাইনোসর শিকার করার ক্ষমতা ছিল টাইটানোবোয়ার।


টাইটানোবোয়ার জীবাশ্ম আবিষ্কারের আগে পর্যন্ত সবচেয়ে বড় সাপ হওয়ার রেকর্ড ছিল জাইগ্যানটোফিশ নামের সাপের। 2009 সালে সেই রেকর্ড ভেঙে দেয় টাইটানোবোয়া। জাইগ্যানটোফিশ সাপগুলি প্রায় 30-35 ফুট লম্বা হতে পারত।


নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল মিউজিয়ামে রাখা, কুমির মুখে নিয়ে 48 ফুট লম্বা টাইটানোবোয়ার মডেল।

চিত্র ঋণ: উইকিপিডিয়া

6 ফুট মানুষের তুলনায় টাইটানোবোয়া কতটা বড় ছিল, নিচের ছবিতে দেখানো হয়েছে।

চিত্র ঋণ: prehistoric-wildlife

ভেবে দেখেছেন, টাইটানোবোয়া যদি জীবিত থাকতো, তাহলে পৃথিবীতে মনুষ টিকে থাকতে পারতো কি?

শিল্পীর কল্পনায় কুমির শিকার রত টাইটানোবোয়া।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *