স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন ও প্রজাতন্ত্র দিবসের পতাকা উত্তোলনের নিয়মের পার্থক্য এবং তাৎপর্য| Difference between flag Hoisting and Unfurling in India

শেয়ার করুন

আগামীকাল 15 ই আগস্ট 2021 সারা দেশজুড়ে পালিত হতে চলেছে 75 তম স্বাধীনতা দিবস। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, কলকারখানা ও অন্যান্য জায়গায় দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।  স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন এবং প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচন করার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। আসুন জেনে নিই স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করার মধ্যে পার্থক্য কি ।


স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন: (Flag Hoisting on 15 th August)

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন (Flag Hoisting) করেন দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ রাখার আগে দিল্লির লালকেল্লাতে পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা দিবসের দিন, পতাকাকে খুঁটির মাঝামাঝি কোনো জায়গায় ভাঁজ করে বাধা অবস্থায় রাখা হয়। পতাকাকে উপরে টেনে তুলে তারপর বাঁধন খুলে দেওয়া হয়। পতাকাকে উপরে উত্তোলন করা, ঔপনিবেশিক আধিপত্য হীন একটি নতুন দেশের উত্থানের তাৎপর্য বহন করে।

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন, এর কারণ হল, ভারতের প্রধানমন্ত্রী দেশের জনগণের প্রতিনিধি, জনগণের দ্বারা সরাসরি ভারতীয় সংসদে নির্বাচিত।

প্রজাতন্ত্র দিবসে পতাকা উন্মোচন (Flag Unfurling on 26 th January)


প্রজাতন্ত্র দিবসের দিন পতাকা উত্তোলন করা হয় না। প্রজাতন্ত্র দিবসের প্রথম পতাকা উন্মোচন (Flag Unfurling) করেন দেশের রাষ্ট্রপতি। পতাকা উন্মোচন করা হয় রাজপথে, ইন্ডিয়া গেট এ। আগে থেকেই পতাকাকে ভাজ করে বাঁধা অবস্থায় খুঁটির একেবারে ওপরের প্রান্তে রাখা হয়। তারপর একটানে এর বাঁধন খুলে পতাকাকে উন্মোচন করে দেওয়া হয়। পতাকাকে আগে থেকেই ওপরের দিকে তুলে রাখার অর্থ হলো, একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আগেই উত্থান হয়ে গেছে ভারতের। তাই পতাকাকে শুধুই উন্মোচন করা হয়।

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসে অন্য দেশ থেকে একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়। তার উপস্থিতিতে পতাকা উন্মোচন করেন দেশের রাষ্ট্রপতি। তারপর তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজে সভাপতিত্ব করেন।

প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পতাকা উন্মোচন করেন এর কারণ হলো, রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। তাই প্রজাতন্ত্র দিবসের কার্যক্রমের সভাপতিত্ব করবেন তিনি। কারণ ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল ওই দিনে।

15 ই আগস্ট স্বাধীনতা দিবস এবং 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয় ?

পরাধীন ভারতে বিপ্লবীরা 26 শে জানুয়ারি তারিখ স্বাধীনতা দিবস হিসাবে পালন করতেন। 1947 সালের 15 আগস্ট তারিখে, প্রথম স্বাধীন ভারতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। সেই দিন থেকে শুরু করে 15 ই আগস্ট পালিত হয় স্বাধীনতা দিবস। 26 শে নভেম্বর 1949 সালে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হয়। 26 শে জানুয়ারি তারিখটি যাতে তাৎপর্য হারিয়ে না ফেলে, সে কারণে 26 শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর করা হয়। সেই দিন থেকে শুরু করে প্রতিবছর 26 শে জানুয়ারি পালিত হয় সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস।

জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম ( Rules for Using National Flag)


ভারতীয় জাতীয় পতাকা কোড (Indian Flag Code) এ 2002 সালের 26 শে জানুয়ারি কিছু পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে জাতীয় পতাকা ব্যবহার করার নিয়ম গুলি হল:

1) জাতীয় পতাকা আয়তক্ষেত্রাকার হতে হবে। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হতে হবে 3: 2

2) ভারতীয় জাতীয় পতাকা তৈরি  হবে মেশিন বা  হাতে বোনা খাদি সিল্ক, উল বা কটন দিয়ে।

3) জাতীয় পতাকায় ওপরে গেরুয়া, মাঝে সাদা এবং নীচে সবুজ, এই তিনটি রং থাকবে। প্রতিটি রঙের আয়তন সমান হবে।

4) সাদা অংশের মাঝে গাড় নীল রঙের অশোক চক্র থাকবে। অশোক চক্রে 24 টি স্পোক যেন দৃশ্যমান হয়।

5) জাতীয় পতাকা এমন স্থানে লাগানো উচিৎ, যেখানে সেটি সম্মানের সাথে প্রদর্শিত হবে, এবং স্পষ্টভাবে দেখা যাবে।

6) ছেঁড়া বা নোংরা হয়ে যাওয়া জাতীয় পতাকা ব্যবহার করা যাবে না।

7) ভারতীয়  জাতীয় পতাকা এমনভাবে উড়ানো উচিত যাতে এটি মাটি, মেঝে, ময়লা বা জলের স্তর স্পর্শ না করে।

8) সরকারি ছুটির দিন ছাড়া আর যেকোন দিন জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।

9) আবহাওয়া যাই হোক না কেন, জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ওড়ানো হবে। সূর্যাস্তের পর জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখা হবে।

10) সরকারি নির্দেশ ছাড়া, সূর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলন করা যাবে না।

11) জাতীয় পতাকাকে কোন ব্যক্তির ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়াতে ব্যবহার করা যাবে না।

12) জাতীয় পতাকাকে পোশাক বা ইউনিফর্ম এ ব্যবহার করা যাবে না।

13) অন্য কোন পতাকার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে হলে, জাতীয় পতাকার খুঁটি, অন্য যেকোন পতাকার চেয়ে বড় হবে। জাতীয় পতাকা অন্য পতাকার চেয়ে উঁচুতে অবস্থান করবে।

14) নষ্ট বা ময়লা হয়ে যাওয়া জাতীয় পতাকা গোপনে নষ্ট করে ফেলতে হবে।

15) শহীদ স্মরণে, জাতীয় পতাকাকে উঁচু থেকে সামান্য অর্ধনমিত করে রাখা থাকবে।

ভারতের জাতীয় পতাকার তাৎপর্য ( Significance of National Flag of India):


জাতীয় পতাকা দেশের স্বাধীনতার প্রতীক। ভারতের জাতীয় পতাকা বিভিন্ন পরিবর্তনের পর আজকের রূপ পেয়েছে। ভারতের বর্তমান জাতীয় পতাকাটি 24 শে জুলাই 1947 সালে গৃহীত হয়।

ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের তাৎপর্য ( Significance of Tricolor):


ভারতের জাতীয় পতাকার তিনটি রং, বিশেষ বিশেষ তাৎপর্য বহন করে। পতাকার গেরুয়া রং ত্যাগের প্রতীক। সাদা রং শুভ্রতা ও শান্তির প্রতীক। সবুজ রং তারুণ্যের প্রতীক।

ভারতের জাতীয় পতাকায় অশোক চক্রের তাৎপর্য (Significance of Ashoke Chakra in National Flag)

পরাধীন ভারতের জাতীয় পতাকার মাঝে চরকার ছবি থাকত। বর্তমানে ব্যবহৃত জাতীয় পতাকার মাঝে গাড় নীল রঙের অশোক চক্র ব্যবহার হয়। অশোক চক্র শান্তিপূর্ণ পরিবর্তন ও গতিশীতার প্রতীক। অশোক চক্রের 24 টি স্পোক অশোকের 24 টি নীতির প্রতীক। এটি দিনের 24 ঘন্টাকেও নির্দেশ করে। তাই একে সময়ের চক্রও বলা হয়।

আরো পড়ুন:

বিশ্বের প্রথম কৃত্রিম চোখ তৈরী করল অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। অন্ধ ব্যক্তিরাও এর সাহায্যে দেখতে পাবে।

এবছর অলিম্পিকের সমস্ত মেডেল তৈরি করা হয়েছে বাতিল মোবাইল ফোন থেকে

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *