প্রজাতন্ত্র দিবস 2021: ইতিহাস ও গুরুত্ব | Republic day 2021: History and Importance.

শেয়ার করুন

 

1950 সাল থেকে শুরু করে, প্রতি বছর 26 শে জানুয়ারি ভারতে সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস পালন হয়ে আসছে। আজ 26 সে জানুয়ারি 2021-এ আমরা 72 তম প্রজাতন্ত্র দিবস পালন করব। ভারতের সব সরকারি প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে, নানা ক্লাবে মর্যাদা সহকারে দেশের জাতীয়  পতাকা উত্তোলন করা হবে। সেখানে বক্তৃতায় ভেসে আসবে ভারতের স্বাধীনতা সংগ্রামের কঠিন লড়াইয়ের ইতিহাস। স্মরণ করা হবে দেশের স্বাধীনতা সংগ্রামীদের। দিল্লির রাজপথে আজ চূড়ান্ত ব্যস্ততা। দেশের প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি), ইন্ডিয়া গেট এ স্থাপিত ‘অমর জওয়ান জ্যোতি’ তে মাল্য দান করার মাধ্যমে স্মরণ করবেন, দেশের জন্য আত্মবলিদান করা জওয়ান দের। এর পর হবে 21 টি গান স্যালুট, দেশের ঐতিহ্য বাহী জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গান। দেশের বীর সৈনিক দের প্রদান করা হবে নানান পুরস্কার ‘পরম বীর চক্র’, ‘অশোক চক্র’ , ‘বীর চক্র’ । এমনকি ছোট ছেলে মেয়ে, যারা খুবই বীরত্বের কাজ করেছে, তাদেরও দেওয়া হবে পুরস্কার। সকল পুরস্কার প্রাপকের, স্যালুট করবেন দেশের রাষ্ট্রপতি, (রামনাথ কবিন্দ) মিলিটারি জিপ থেকে। এরপর ভারতীয় সেনা বাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আধা সেনা, পুলিশ বাহিনী ও অন্যান্য সামরিক বাহিনী কুচকাওয়াজ-এ অংশ নেবে গর্ব, আভিজাত্য ও দেশপ্রেমের সাথে। সেখানে উপস্থিত থাকবেন সকল সামরিক বাহিনীর প্রধান (chief of defence stafs) (বিপিন রাওয়াত), বিভিন্ন সামরিক বাহিনীর প্রধান ও উপপ্রধান ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি দের মধ্যে অনেকেই উপস্থিত থাকবেন। আজ ভারতীয় সৈন্য বাহিনীর শৌর্য ও বীর্য্য দেখানোর দিন। আকাশে দেখা যাবে, বিমানবাহীর ধোঁয়ার সাহায্যে ‘তিরঙ্গা’ জাতীয় পতাকা।

দিল্লি ছাড়াও অন্যান্য সব রাজ্যে পালিত হবে প্রজাতন্ত্র দিবস। প্রতি রাজ্যের রাজ্যপাল (Governor) , রাজ্যের রাজধানী তে জাতীয় পতাকা উত্তোলন করবেন। সব সরকারি প্রতিষ্ঠান সজ্জিত হবে আলোর রোশনাইতে। 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 3 দিন পালিত হবে নানান অনুষ্ঠান ।প্রজাতন্ত্র দিবস , আমাদের সকল ভারতীয়দের গর্বের দিন।

Q) প্রজাতন্ত্র দিবস কি?

Ans) আমরা সকলেই জানি ভারত স্বাধীনতা লাভ করেছে 1947 সালের 15 ই আগস্ট । ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখনো ভারতের নিজস্ব কোন সংবিধান ছিল না। ব্রিটিশ সংবিধান (Government of India Act 1935) -কে কিছুটা পরিবর্তন করে, সেটিকে ভারতীয় সংবিধান রূপে ব্যবহার করে, আইন কানুন প্রণয়ন করা হয়ে ছিল । স্বাধীনতা লাভের দুই সপ্তাহ পরে, ডঃ বি. আর. আম্বেদকর এর নেতৃত্বে ভারতের সংবিধান রচনা শুরু হয় এবং 1949 সালের 26 শে নভেম্বর এই সংবিধান গৃহীত হয়। কিন্তু এই সংবিধান কার্যকর করা হয় এর দুই মাস পর, অর্থাৎ 26 সে জানুয়ারি 1950। এই দিন থেকে ভারত সার্বভৌম, প্রজাতান্ত্রিক দেশ হিসেবে বিবেচিত হয় এবং এই দিনটি প্রজাতন্ত্র দিবস রূপে চিহ্নিত হয়।

Q) 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে কেন নির্বাচন করা হল ? 

Ans) 26 শে জানুয়ারি তারিখটি বাছার একটি কারণ আছে। 26 সে জানুয়ারি 1929 সালে ভারতের জাতীয় কংগ্রেস (Indian National Congress) পূর্ণ স্বরাজ (অর্থাৎ সম্পূর্ণ স্বাধীন) দাবি করে। ঐ দিন জওহরলাল নেহেরু, রাভি নদীর তীরে (বর্তমান পাকিস্তানে) ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তখন থেকে 17 বছর, অর্থাৎ 1946 সাল পর্যন্ত, 26 শে জানুয়ারি কে বিপ্লবীরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেন। দিনটি যাতে মর্যাদা না হারায়, সেই কথা বিবেচনা করে, 26 সে জানুয়ারি 1950 ভারতের সংবিধান কার্যকর করা হয়।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *