Post Office MIS Scheme 2024: প্রতি মাসে 11000 টাকা করে নিশ্চিত আয় করুন, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম-এ| Post Office MIS Scheme in Bengali

Post Office MIS Scheme
শেয়ার করুন

নতুন বছরে কিছু টাকা বিনিয়োগ করতে চান? আপনি কি নিরাপদ বিনিয়োগের রাস্তা খুজছেন? তাহলে এই প্রতিবেদন টি আপনার জন্য। ইন্ডিয়া পোস্ট নিয়ে আসেছে ঝুঁকি হীন দারুন বিনিয়গের সুযোগ Post Office MIS Scheme  -এ। চলুন জেনে নিই পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম কি, সর্বাধিক কত টাকা বিনিয়োগ করা যায়, সুদের হার কত, কত টাকা বিনিয়োগ করলে মাসে কত পাবেন, ইত্যাদি।

Table of Contents

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম কি? (What is Post Office MIS Scheme in Bengali)

Post Office MIS Scheme এর সম্পুর্ন নামটি হল Post Office Monthly Income Scheme. পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম, ইন্ডিয়া পোস্ট এর দ্বারা পরিচালিত ভারত সরকার অনুমোদিত একটি স্কিম। এই স্কিমে আপনার কষ্টার্জিত টাকা নিরাপদে এবং নিশ্চিন্তে জমা রাখতে পারেন। এই স্কিমে টাকা রাখলে, বার্ষিক 7.4% পাওয়া যায়। বার্ষিক প্রাপ্য সুদ কে 12 দিয়ে ভাগ করলে, যত টাকা হয়, সেই পরিমাণ টাকা প্রতি মাসে একটি নির্দিষ্ট তারিখে আপনার পোষ্ট অফিস সেভিংস একাউন্টে জমা হয়ে যাবে।

পোস্ট অফিস ভারত সরকারের অধীনস্থ সংস্থা। ফলে আপনার টাকা সবসময় সুরক্ষিত থাকবে।আপনি যে সুদের হারে স্কীমটি করবেন, পরবর্তী কালে ওই স্কিমের সুদ কমে গেলেও, আপনার কোন অসুবিধা নেই। আপনি পুরনো হারেই সুদ পাবেন।

যে কোন ভারতীয় ব্যক্তি এই স্কিমে টাকা রাখতে পারেন। আপনি যদি কোন অবসরপ্রাপ্ত কর্মী হন এবং আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ কোন লাভজনক অথচ নিরাপদ স্কিমে জমা রাখতে চান, তবে এটি খুবই ভালো একটি বিকল্প। Post office MIS স্কিম কে একটি বিকল্প পেনশন প্ল্যান হিসেবেও ভাবতে পারেন। এই স্কিমের সুবিধা হল নির্দিষ্ট তারিখে একাউন্টে সুদ জমা হয়ে যাওয়া। প্রতি মাসে সুদ থেকে গ্যারেন্টেড আয় ।

প্রতি মাসের সুদ, প্রতি মাসে তুলে নিতে পারেন। আপনি চাইলে সুদ নাও তুলতে পারেন। সুদ না তুললে সেভিংস একাউন্টে জমা হওয়া সুদের ওপর বার্ষিক 4% হারে সুদ পাবেন।

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এ কত টাকা জমা রাখা যায় ? (Post Office Monthly Income Scheme maximum limit)

পোস্ট অফিস মাসিক উপার্জন স্কিমে একজন ব্যক্তি সর্ব নিম্ন 1000 টাকা থেকে সুরু করে সর্বোচ্চ 9 লক্ষ টাকা পর্যন্ত জমা রাখতে পারেন। এর থেকে বেশি টাকা জমা করতে চাইলে 2 জন ব্যক্তি জয়েন্ট একাউন্ট খুলতে পারেন। জয়েন্ট একাউন্টে সর্বাধিক 15 লক্ষ টাকা জমা রাখা যায়।

বাচ্চাদের নামেও টাকা জমা করতে পারবেন। বাচ্চার বয়স 10 বছরের নিচে হলে, বাবা অথবা মা বা অন্য কেউ অভিভাবক হিসাবে, জয়েন্ট একাউন্ট করতে হবে। অভিভাবকের অন্য MIS একাউন্ট থাকলেও কোনো অসুবিধা নেই।

বাচ্চার বয়স 10 বছর বা তার বেশি হলে, তার নিজের নামে MIS একাউন্ট করা যাবে। এ ক্ষেত্রে কোনো অভিভাবকের দরকার নেই।

Post Office মান্থলি ইনকাম স্কিম এর মেয়াদ (Post Office MIS Scheme Maturity)

পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS Scheme) এর মেয়াদ হল পাঁচ বছর। অর্থাৎ পাঁচ বছর পর আপনাকে মুলধনের টাকা তুলে নিতে হবে।  অথবা নতুন সুদের হারে পুনরায় আগামী পাঁচ বছরের জন্য স্কিম টি করার জন্য আবেদন করতে হবে।

Post Office মান্থলি ইনকাম স্কিম মেয়াদ উত্তীর্ন হওয়ার আগে টাকা তুলে নেওয়ার শর্ত (Post Office MIS Scheme Pre-mature closure of account)

এই স্কিমের মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষ হওয়ার আগে টাকা তুলে নিতে চাইলে কিছু টাকা কেটে নেওয়া হবে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলার শর্ত গুলি হল:

  1. এক বছর হওয়ার আগে টাকা (মূলধন) তুলে নিতে পারবেন না
  2. এক বছরের পর এবং তিন বছরের আগে টাকা (মূলধন) তুলে নিতে চাইলে, মূলধন থেকে 2% টাকা কেটে নিয়ে বাকি টাকা দেওয়া হবে (1 লক্ষ টাকা জমা রাখলে 2000 টাকা কেটে নেওয়া হবে)
  3. তিন বছরের পর এবং পাঁচ বছরের আগে টাকা (মূলধন) তুলে নিতে চাইলে, মূলধন থেকে 1% টাকা কেটে নিয়ে, বাকি টাকা দেওয়া হবে (1 লক্ষ টাকা জমা রাখলে 1000 টাকা কেটে নেওয়া হবে)

পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম এ কত টাকা জমা রাখলে মাসে কত টাকা সুদ পাবেন (Post Office MIS Calculator)

পোস্ট অফিস MIS Scheme এ 9 লক্ষ টাকা রাখলে বার্ষিক 66600 টাকা সুদ পাবেন। অর্থাৎ মাসে 5550 টাকা করে সুদ পাবেন। যদি স্বামী-স্ত্রী বা যে কোন দুই জন ব্যক্তি জয়েন্ট একাউন্ট করেন, তবে সর্বাধিক 15 লক্ষ টাকা জমা রাখতে পারবেন। সে ক্ষেত্রে বছরে 111000 টাকা অর্থাৎ মাসে 9250 টাকা পাবেন।

নিচের Post Office MIS Calculator এ আপনি আপনার নিজের পছন্দ মতো টাকার পরিমাণ বসিয়ে দেখতে পারেন, কত টাকা রাখলে, মাসে কত টাকা পাবেন। যেমন- আপনি ১ লক্ষ টাকার সুদ হিসাব করতে চাইলে, লিখবেন 100000 ( কোন কমা বা দশমিক ব্যবহার করবেন না)।

Post Office MIS Calcutaor 2021

Post Office MIS Scheme-এ প্রতি মাসে 11000 টাকা করে পাবেন কিভাবে

স্বামী-স্ত্রী বা যে কোনো দুজন ব্যাক্তি জয়েন্ট একাউন্ট না করে আলাদা আলাদাভাবে  নিজের নামে 9 লক্ষ টাকা করে জমা রাখেন, মোট 18 লক্ষ টাকার জন্য বার্ষিক সুদ হবে 133200 টাকা।  অর্থাৎ মাসে 11 হাজার 1 শত (11100)  টাকা করে পাবেন।

যদি স্বমী ও স্ত্রীর  এবং বাচ্চার নামে আলাদা MIS একাউন্ট করেন, তাহলে 3 জন মিলে সর্বাধিক (9 লক্ষ + 9 লক্ষ + 9 লক্ষ)=27 লক্ষ টাকা রাখতে পারবেন। তখন বছরে 199800 টাকা সুদ পাবেন। অর্থাৎ মাসে 16650 টাকা সুদ পাবেন।

বয়স্ক ব্যক্তি দের জন্য পোস্ট অফিস MIS Scheme (Monthly Income Scheme for Senior Citizen)

আপনি যদি কোন অবসরপ্রাপ্ত কর্মী হন এবং আপনার সারা জীবনের সঞ্চিত অর্থ কোন লাভজনক অথচ নিরাপদ স্কিমে জমা রাখতে চান, তবে এটি খুবই ভালো একটি বিকল্প। Post office MIS স্কিম কে একটি বিকল্প পেনশন প্ল্যান হিসেবেও ভাবতে পারেন। এই স্কিমের সুবিধা হল নির্দিষ্ট তারিখে একাউন্টে সুদ জমা হয়ে যাওয়া। প্রতি মাসে সুদ থেকে পাবেন গ্যারেন্টেড আয় । আপনার পেনশন যদি খুব অল্প হয় বা পেনশন না থাকে, তবে এই স্কিম আপনার জন্য খুবই ভালো। মাসের নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট পরিমান টাকা আপনার একাউন্টে জমা হয়ে যাবে।

MIS scheme এর সুবিধা ও অসুবিধা (Post Office Monthly Income Scheme Advantages)

পোস্ট অফিস MIS Scheme এর সুবিধা (Advantages of MIS Scheme):

  • প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আপনার একাউন্টে সুদ জমা হয়ে যাবে।
  • পোস্ট অফিস MIS Scheme, অন্য যেকোন ব্যাংকের MIS এর থেকে বেশি সুদ দেয়।
  • আপনি যে মাসে, যে তারিখে MIS একাউন্ট খুলবেন, পরের মাস থেকে ওই তারিখে সুদ জমা হবে।
  • এটি একটি সরকারি স্কিম, তাই জালিয়াতি হওয়ার কোন রাস্তা নেই।
  • যে সুদের হারে স্কিমটি করবেন আগামী ৫ বছর সেই হারে সুদ পাবেন। এই সময়ের মধ্যে সুদের হার কমে গেলেও কোন অসুবিধা নেই। আপনি পুরাতন সুদের হারেই টাকা পাবেন।

পোস্ট অফিস MIS Scheme এর অসুবিধা (Disadvantages of MIS Scheme):

  • একবার স্কিমটি শুরু করলে, এক বছর শেষ না হওয়া পর্যন্ত মূলধন তুলে নিতে পারবেন না।
  • ১ বছরের পর এবং ৫ বছরের আগে মূলধন তুলতে চাইলে, ফাইন হিসাবে কিছু টাকা কেটে নেওয়া হয়। এক বছরের পর এবং তিন বছরের আগে টাকা (মূলধন) তুলে নিতে চাইলে, মূলধন থেকে 2% টাকা কেটে নেওয়া হয়। তিন বছরের পর এবং পাঁচ বছরের আগে টাকা (মূলধন) তুলে নিতে চাইলে, মূলধন থেকে 1% টাকা কেটে নিয়ে, বাকি টাকা দেওয়া হবে।
  • স্কিমের মেয়াদ শেষ হবার পর, আবার নতুন করে স্কিমটি করার জন্য আবেদন করতে হয় । তত দিনে এই স্কিমের নতুন সুদের হার, আগের থেকে অনেক কমে যেতে পারে। সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হয়। যেমন- ২০১৮ সালে এই স্কিমের সুদের হার ছিল বার্ষিক ৭.৭%,  ২০২১ সালে এই স্কিমের সুদের হার কমে হয় ৬.৬%, বর্তমানে ২০২৪ সালে সুদের হার বেড়ে হয়েছে ৭.৪% পরবর্তী কালে এই স্কিমের সুদের হার আরো কমতে বা বাড়তে পারে।

Post Office MIS scheme কোথায় কিভাবে করবেন

পোস্ট অফিস MIS Scheme করার জন্য আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করুন। খুব দ্রুত কাজটি করার জন্য নিকটবর্তী হেড পোস্ট অফিসে যেতে পারেন। হেড পোস্ট অফিসে ২ দিনের মধ্যে একাউন্ট খোলা যায়।

MIS scheme করতে কি কি ডকুমেন্টস লাগে (Documents Needed for MIS Account)

MIS Account খোলার জন্য আপনার যে যে ডকুমেন্টস লাগবে তা নিচে দেওয়া হল.

  • ভোটার কার্ড বা আধার কার্ড।
  • PAN কার্ড।
  • ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি.
  • পোস্ট অফিস সেভিংস একাউন্টের নম্বর। (যদি আপনার পোস্ট অফিসে সেভিংস বই না থাকে, তাহলে একটি সেভিংস একাউন্ট খুলে নিতে হবে ).
  • ইত্যাদি

পোস্ট অফিস MIS Scheme এর সুদের হার (Post office MIS Interest Rate 2024)

2024 সালের জানুয়ারি মাস থেকে  Post Office MIS Scheme এর সুদের হার, বার্ষিক 7.4%


আরো পড়ুন :

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ/ বিকাশ ভবন স্কলারশিপ এর আবেদন চলছে। বিস্তারিত জানতে ক্লিক করুন।

তিরিশ হাজারের বেশি গাছ লাগিয়ে, পদ্মশ্রী সন্মান পেলেন তুলসী গৌড়া

 

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *