মুখ্য বিষয় সমুহঃ
- ICC টেস্ট ক্রিকেটঃ রোহিত শর্মা এলেন সেরা দশ (Top 10) -এ
- বিশ্ব রাঙ্কিং এ রোহিত, অষ্টম স্থানে; ভারতে দ্বিতীয় স্থানে (ভারতে প্রথম স্থানে বিরাট কোহলি)
- অশ্বিন বিশ্ব বোলিং রাঙ্কিং এ উঠে এলেন তৃতীয় স্থানে। আগে তিনি ছিলেন সপ্তম স্থানে ।
ICC টেস্ট ক্রিকেট রাঙ্কিং এ সেরা দশ (Top 10) এ জায়গা করে নিলেন রোহিত শর্মা । ব্যাটসম্যান} হিসাবে বিশ্ব রাঙ্কিং এ তাঁর স্থান হল অষ্টম (8 th) স্থানে । ভারতের মধ্যে ICC রাঙ্কিং অনুযায়ী তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন, বিরাট কোহলির পরেই । ভারতের বিরাট কোহলি ICC রাঙ্কিং এ বিশ্বের মধ্যে চতুর্থ (4 th) স্থানে রয়েছেন এবং ভারতের মধ্যে তিনি প্রথম স্থানে রয়েছেন । এটিই রোহিত শর্মার এখন পর্যন্ত সেরা পারফরম্যান্স ।
ICC রাঙ্কিং অনুযায়ী TOP 10 ক্রিকেটার্স:
আইসিসি টেস্ট ব্যাটিং ( 28, 2021 হিসাবে)
- কেন উইলিয়ামসন – 919
- স্টিভ স্মিথ – 891
- মার্নাস লাবুসচাগনে – 878
- জো রুট – 853
- বিরাট কোহলি – 836
- বাবর আজম – 760
- হেনরি নিকোলস – 747
- রোহিত শর্মা = 742
- ডেভিড ওয়ার্নার – 724
- চেতেশ্বর পূজারা – 708
আইসিসি টেস্ট বোলিং :
- প্যাট কামিন্স – 908
- নিল ওয়াগনার – 825
- আর আশ্বিন – 823
- জোশ হ্যাজলউড – 816
- টিম সাউদি – 811
- জেমস অ্যান্ডারসন – 809
- স্টুয়ার্ট ব্রড – 800
- কাগিসো রাবদা – 753
- জসপ্রিত বুমরাহ – 746
- মিশেল স্টার্ক – 744
Advertisement
Advertisement