বিশ্ব বাই-সাইকেল দিবস 2021 | World Bicycle day 2021 in Bengali

World Bicycle day
শেয়ার করুন
(আজ 3 রা জুন বিশ্ব সাইকেল দিবস। জেনে নিন দিনটির তাতপর্য, Theme)  

সাইকেল হল এমন একটি বাহন যার সঙ্গে প্রতিটি ভারতীয় পরিচিত। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন। তাই আজ সাইকেল জিম ও ব্যায়ামের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সারা পৃথিবী জুড়ে।সাইকেলিং হল আমন একটি ব্যায়াম যাতে শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুস অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ওবেসিটি  সহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই।

কখনো ভেবে দেখেছেন, কে প্রথম এই সাইকেলিং ব্যায়ামের প্রচলন করল? মানুষ কেন সাদরে সাইকেলকে গ্রহন করল? চলুন জেনে নেওয়া যাক।

 

বিশ্ব সাইকেল দিবস 2021 (World bicycle Day 2021):
নামবিশ্ব সাইকেল দিবস (World bicycle Day)
প্রথম পালন করা শুরু হয়2018 সালে
তারিখ3 রা জুন
পালন করার জন্য আবেদন করেছিলেন  প্রফেসর লেসজেক সিবিলস্কি (Leszek Sibilski), Polish social scientist
প্রথম পালন করার ঘোষণা করেসংযুক্ত রাষ্ট্র মহাসভা (United Nations General Assembly)
প্রথম পালিত হয়েছিলনিউ ইয়র্কে
2021 সালেচতুর্থ বর্ষ (Fourth Edition)
প্রথম সাইকেল আবিস্কার করেন ব্যারন কার্ল ভন দ্রাইস (Baron Karl von Drais) 1817 সালে
বিশ্ব সাইকেল দিবস (World bicycle Day):

আপনি কখনো না কখনো সাইকেল চালিয়েছেন, বা ছোট বাচ্চাদের সাইকেল চালাতে দেখেছেন। আজ থেকে 10-15 বছর আগে, যখন পেট্রোল চালিত যানবাহনের এত প্রতিপত্তি ছিল না, সাইকেল ছিল মানুষের প্রধান জাতায়াতের মাধ্যম। আমরা যারা 90 এর দশকে বা তারও আগে জন্মেছি, আমাদের কাছে সাইকেল, আজকের দিনের দামী মোটর বাইকের সমান গুরুত্ব পেত। একটা সাইকেলের জন্য বাবা-মায়ের কাছে রীতিমতো আবদার করতে হত। তারপর নতুন সইকেল এলে, রোজ দুবেলা তাকে পরিস্কার করা ছিল, নিত্য দিনের সখ।

সময় বদলেছে। মানুষের কাছে আজ আর সময় নেই। মানুষ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। খানিকটা পিছিয়ে পড়েছে সাইকেল। আজও বাড়ির কোন কোনায় অজত্নে ঝুল-কালি মেখে পড়ে আছে, আমার সাইকেল।

আজও অনেকে দামী সাইকেল কেনেন শখে কিংবা মেদ ঝরাতে। সাইকেলকে বাঁচিয়ে রাখতে ও সাইকেলের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে, সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে, “বিশ্ব সাইকেল দিবস” (World Cycle Day).

বিশ্ব সাইকেল দিবস প্রথম কবে পালন করা শুরু হয় (World bicycle Day History):

পোলিশ প্রফেসর লেসজেক সিবিলস্কি(Leszek Sibilski), পোলিশ কমিউনিটির মানুষদের নিয়ে জাতিসঙ্ঘের(UN)কাছে আবেদন জানান এই “বিস্ব সাইকেল দিবস” পালনের জন্য।তুর্কমেনিস্তান সহ অন্যান্য 56 টি দেশে এতে সমর্থন জানায় । অবশেষে সংযুক্ত রাষ্ট্র মহাসভা (United Nations General Assembly) 2018 সালের এপ্রিল মাসে ঘোষণা করে, 3রা জুন সারা বিশ্ব জুড়ে পালিত হবে বিশ্ব সাইকেল দিবস (World Cycle Day).

বিশ্বের প্রথম সাইকেল (World’s First Cycle):

বিশ্বের প্রথম সাইকেল আজ থেকে 203 বছর আগে বানিয়েছিলেন, জার্মান কারিগর ব্যারন কার্ল ভন দ্রাইস (BaronKarl von Drais) 1817 সালে। এই সাইকেল টির নাম দেওয়া হয়েছিল “ড্যান্দি হর্স” (Dandy Horse)। যার বাংলা আনুবাদ করলে হয় “চমৎকার ঘোড়া” । এটি ছিল কাঠের তৈরি এবং এতে কোন প্যাডেল ছিল না। এতিকে আরও দুটো নাম দেওয়া হয়েছিল Draisienne বা Laufmaschine.

ড্যান্দি হর্স” (Dandy Horse): Source Wikipedia

আরও পড়ুন: আয়রন ডোম (Iron Dome) কি?

ভারতে প্রথম সাইকেল (First Cycle in India):

ভারতে প্রথম সাইকেল আসে 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ।

বিশ্ব সাইকেল দিবস (World Bicycle Day) কবে পালিত হয়:

2018 সাল থেকে শুরু করে প্রতি বছর 3 রা জুন বিশ্ব সাইকেল দিবস (World bicycle Day) পালন করা হয়।

আরও পড়ুন: বিশ্ব বই দিবস (World Book Day)

বিশ্ব সাইকেল দিবস (World Bicycle Day) কেন পালিত হয়:

সারা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ সাইকেল চালকদের সম্মানিত করা হয় এই দিনে।শরীর চর্চা, পরিবেশ দুসন রোধ, দেশের আর্থিক বৃদ্ধিতে সাইকেল এর ভূমিকা সম্পর্কে সকলকে অবগত করার জন্যই দিনটি পালিত হয়। বর্তমানে COVID 19 মহামারীর কারনে বিভিন্ন দেশে Lock Down চলছে। যার ফলে মানুষের ঘর থেকে বের হওয়া কমে গেছে। পরিশ্রমের অভাবে শরীরে বাসা বাঁধছে নানান রোগ । জার্মান বিজ্ঞানী দের একটি গবেষণা জানাচ্ছে, মানুষের দৈহিক পরিশ্রম 40% কমে গেছে। ফলে বাড়তে শুরু করেছে ডিপ্রেসান, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ওবেসিটি সহ নানান রোগ । আজকের দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন কাছাকাছি একটু ঘুরে আসতে, অবশ্যই করোনা বিধি মেনে। করোনা আবহে বিশ্ব সাইকেল দিবস পালিত হচ্ছে, মানুষকে এইসব রোগের সম্পর্কে এবং এই সমস্ত রোগ প্রতিরোধে সাইকেলের ভূমিকা সম্পর্কে সচেতন করতে।

      
2021 সালের বিশ্ব সাইকেল দিবসের থিম (World Cycle Day Theme 2021):

প্রতি বছর দিনটি পালনের কিছু না কিছু থিম থাকেই। থিম, মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করে, দিনটি পালনের জন্য। এবছরের থিম হলঃ

“Uniqueness, versatility, and longevity of the bicycle as a simple, sustainable, economical and reliable mode of transportation”

অর্থাৎ “সাধারন, টেকসই, অর্থনৈতিক এবং নির্ভরযোগ্য পরিবহনের মাধ্যম হিসাবে সাইকেলের স্বতন্ত্রতা, বহুমুখীতা এবং দীর্ঘায়ুতা”।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *