Dead Man’s Fingers: জঙ্গলের মধ্যে এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে মৃত মানুষের আঙ্গুল, জানুন ঘটনাটি।

Dead Man’s Fingers
শেয়ার করুন

অনেকেই জঙ্গলে বেড়াতে ভালোবাসেন। অনেকের শখ, একা একা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে বিভিন্ন গাছ, লতাপাতা সংগ্রহ করা। মনে করুন আপনি তাদের মতই একজন। একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে। হঠাৎ হাঁটতে হাঁটতে আপনার নজরে পড়লো, একটি গাছের গুঁড়ির নিচে কারো একটা কাটা পায়ের পাতা, অথবা মাটি থেকে খানিকটা উঁচিয়ে আছে কারো হাতের আঙ্গুল। যেন আপনাকেই হাত নেড়ে কাছে ডাকছে। আপনি ভয় পেয়ে ছুটতে শুরু করলেন। তারপর লক্ষ্য করলেন হাজার হাজার কাটা হাত ও পায়ের আঙ্গুল মাটিতে এদিকে ওদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে। আপনি সাহসী হলেও, আপনার শিরদাঁড়া দিয়ে বয়ে যাবেই ভয়ের হিমেল স্রোত।


জঙ্গলের মধ্যে বেড়াতে বেড়াতে আপনি এমন অবস্থার মধ্যে পড়তেই পারেন। সম্প্রতি সোস‍্যাল মিডিয়ায় ঠিক এমনই কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা কাঠের গুঁড়ির নীচে থেকে একটি পায়ের পাতা উঁকি দিতে দেখা যাচ্ছে। পায়ের পাতায় পাঁচটি আঙ্গুলে পাঁচটি নখ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে আঙ্গুলের রঙটা নীলচে-ধূসর বর্ণের। এই পা তাহলে কার? এমন একটি প্রশ্ন ঘিরেই তোলপাড় নেটিজেনদের একাংশ। অনেকেই অনুমান করেছেন লেঙ্গুর, শিম্পাঞ্জি বা গরিলার আঙুল। তবে সব কটাই অনুমান ভুল।


এটি আসলে এক ধরনের ছত্রাক যেগুলি জন্মায় মৃত গাছের গুঁড়ির গায়ে। এই ছত্রাকের নাম জাইলারিয়া পলিমরফা (Xylaria polymorpha fungus)। ছত্রাকটি দেখতে অনেকটা মরা মানুষের আঙুলের মতো। তাই এর আরেক নাম নাম ডেড ম‍্যানস্ ফিঙ্গারস (Dead man’s fingers)।


এই ছত্রাক গুলি মৃত বা পচা কাঠের উপর জন্মায়। তাই জঙ্গলের মধ্যে, এদের বেশি দেখতে পাওয়া যায়। ছত্রাকগুলি একসাথে দুটি বা তারও বেশি শাখা  নিয়ে জন্মায়। যে ছত্রাক গুলিতে 5 টি শাখা থাকে, সেগুলি দেখতে লাগে মানুষের হাত বা পায়ের মতো।


শুধু এটাই নয় আরো এক ধরনের ছত্রাক আছে যা দেখতে মানুষের কানের মত। আপনার মনে হতে পারে, গাছেরও কান আছে। এই ছত্রাকের নাম জেলি  ইয়ার (Jelly Ear fungus)।


তাই জঙ্গলে ঘোরার সময়, এগুলোকে গাছের কান বা মৃত মানুষের আঙ্গুল ভেবে ভয় পাবেন না যেন। তবে এদের মধ্যে বেশিরভাগ ছত্রাকই বিষাক্ত হয়। তাই এগুলি ভোজনের উপযুক্ত নয়।

আরো পড়ুন:

পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে ভারতে।

আবিষ্কৃত হল, কৃত্তিম চোখ। অন্ধ মানুষও এবার দেখতে পাবে।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *