2022 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন: প্রকাশিত হল মধ্যশিক্ষা পর্ষদের এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ| HS Exam date 2022 and Madhyamik Rutine 2022

West Bengal Board Higher Secondary result 2021
শেয়ার করুন

আজ 1 লা নভেম্বর 2021 তারিখে প্রকাশিত হলো 2022 সালের, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) এবং পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ।

2022 সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ (Madhyamik Exam date 2022 of WBBSE):

মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 7 ই মার্চ 2022 তারিখে। পরীক্ষা চলবে 16 ই মার্চ পর্যন্ত। পরীক্ষা হবে 11 টা 45 থেকে 3 টা পর্যন্ত।

2022 সালের মাধ্যমিক পরীক্ষার তারিখ (HS Exam date 2022 of WBCHSE):

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 2 রা এপ্রিল 2022 তারিখে। পরীক্ষা চলবে 20 শে এপ্রিল তারিখ পর্যন্ত। পরীক্ষা হবে 10 টা থেকে 1 টা 15 পর্যন্ত।

মাধ্যমিক পরিক্ষা 2022 এর রুটিন  (West Bengal Board WBBSE Madhyamik Rutine 2022):


আজ দুপুরে বিদ্যাসাগর ভবন থেকে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষা 2022 এর সম্ভাব্য রুটিন।

  • 7 ই মার্চ 2022, সোমবার প্রথম ভাষা (First Language)
  • 8 ই মার্চ 2022, মঙ্গলবার দ্বিতীয় ভাষা(Second  Language)
  • 9 ই মার্চ 2022, বুধবার ভুগোল (Geography)
  • 11 ই মার্চ 2022,  শুক্রবার ইতিহাস (History)
  • 12 ই মার্চ 2022, শনিবার জীবন বিজ্ঞান (Life Science)
  • 14 ই মার্চ 2022, সোমবার গণিত (Mathematics)
  • 15 ই মার্চ 2022, মঙ্গলবার  ভৌত বিজ্ঞান (Physical Science)
  • 16 ই মার্চ 2022, বুধবার ঐচ্ছিক বিষয় (Optional Subject)

অফিসিয়াল নোটিস এবং রুটিন টি ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে।

উচ্চ মাধ্যমিক পরিক্ষা 2022 এর রুটিন (West Bengal Board WBCHSE HS Rutine 2022):

আজ দুপুরে বিদ্যাসাগর ভবন থেকে প্রকাশিত হয়েছে ভোকেশনাল সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 এর সম্ভাব্য রুটিন। অফিসিয়াল নোটিস এবং রুটিন টি ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে।

আরো পড়ুন: বিশ্বের প্রথম “বায়োনিক আই” অর্থাৎ কৃত্রিম চোখ তৈরি করে ফেলল অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী। এর সাহায্যে অন্ধ ব্যক্তিরাও এবার দেখতে পাবে।

আরো পড়ুন: পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক রয়েছে ভারতে। রয়েছে ভাসমান ঘরবাড়ি ও স্কুল।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *