Tokyo Olympic 2020: ভারতের অলিম্পিক মেডেল বিজেতা ওয়েটলিফটর মীরাবাঈ চানু |Mirabai Chanu weightlifter in Bengali

Mirabai Chanu
শেয়ার করুন

টোকিও অলিম্পিক 2020 তে ভারতের জন্য প্রথম মেডেল নিয়ে এলেন ওয়েটলিফটর মীরাবাঈ চানু (Mirabai Chanu)। ভারতের মনিপুর রাজ্যের বছর 26 এর অ্যাথলেট মীরাবাঈ চানু জিতেছেন সিলভার মেডেল অর্থাৎ রুপোর পদক। চীনের জিহুই হউ (Zhihui Hou) জিতেছেন গোল্ড মেডেল অর্থাৎ সোনার পদক। ইন্দোনেশিয়ার উইন্ডি ক্যানটিকা এইসা (Windy Cantika Aisah) জিতেছেন ব্রঞ্চ মেডেল।আসুন জেনে নিই মহিলাদের 49 কেজি বিভাগে রৌপ্য পদক অর্জন কারী মীরাবাঈ চানুর ব্যাপারে কিছু তথ্য:

রিও অলিম্পিক 2016 তে মিরাবাই চানুর পারফরম্যান্স:(Performance of Mirabai Chanu olymics 2016)

৫ বছর আগে, রিও অলিম্পিক 2016 তে মীরাবাঈ চানু প্রথম বার অলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন। ওয়েট লিফটিং ইভেন্টে ভারতের অন্যতম বড় প্রত্যাশা ছিলেন তিনি। তবে তিনি খুব খারাপভাবে আউট হয়ে আমাদের নিরাশ করেছিলেন।

2016 এর রিও অলিম্পিকে স্ন্যাচ ইভেন্টে মিরাবাই চানু প্রথমবারের চেস্টায় 82 কেজি ভার উত্তোলন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় বারের চেষ্টায় 82 কেজি ভার উত্তোলন করতে সফল হলেও, 84 কেজি ভার উত্তোলন করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছিলেন।

টোকিও অলিম্পিক 2020 তে মিরাবাই চানুর পারফরম্যান্স:(Performance of Mirabai Chanu olymics 2020)

এবছর টোকিও অলিম্পিক 2020 তে এটি ওনার দ্বিতীয় অলিম্পিক। টোকিওতে 49 কেজি স্ন্যাচ ইভেন্টে 87 কেজি ভার উত্তোলন করেন। এরপর ক্লিন এন্ড জার্ক ইভেন্টে 115 কেজি ভার উত্তোলন করেন। পুরো ইভেন্টে তিনি মোট (87+115)=202 কেজি ভার উত্তোলন করেছেন। এখন পর্যন্ত ভারতীয় ওয়েট লিফটিং এ এটিই সর্বাধিক ওজনের রেকর্ড। চীনের জিহুই মোট (94+116)=210 কেজি ভার উত্তোলন করে প্রথম স্থান দখল করেছেন।

এপ্রিল 2021 এ এশিয়ান ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে 119 কেজির ভার উত্তোলনের বিশ্ব রেকর্ডও রয়েছে মিরাবাইয়ের।

এবছর ইভেন্টের শুরুতে, স্ন্যাচ ইভেন্টে প্রথম চেষ্টায় 84 কেজি ভার উত্তোলন করেন তিনি। দ্বিতীয়বারের চেষ্টায় 87 কেজি ভার উত্তোলন করেন তিনি। তৃতীয় বারের চেষ্টায় 89 কেজি ভার উত্তোলন করার চেষ্টায় তিনি ব্যর্থ হন। এই স্ন্যাচ ইভেন্টে চীনের জিহুই হউ প্রথমে 88 কেজি এবং দ্বিতীয় বারের চেষ্টায় 94 কেজি ভার উত্তোলন করে প্রথম স্থান দখল করেন। স্ন্যাচ ইভেন্টে জিহুই এর 94 কেজির রেকর্ড টিই এখন পর্যন্ত বিশ্বে সর্বাধিক।

2016 সালে অলিম্পিক থেকে ছিটকে গেলেও 2020 তে মিরাবাই চানু প্রমান করলেন, এভাবেও ফিরে আসা যায়।

Video :Tokyo Olympic 2020 তে Mirabai Chanu:

দেখে নিন টোকিও অলিম্পিক ২০২০ তে মীরাবাই চানুর পারফরমান্স নিচের ভিডিও তে ।

আরো পড়ুন:

পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে প্রণতি নায়েক (Pranati Nayek) যাচ্ছে টোকিও অলিম্পিকে

ভারতেই রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। রয়েছে ভাসমান ঘরবাড়িও।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *