গোটা ছাদ জুড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর সবচেয়ে বড় ছবি একে তাক লাগিয়ে দিলেন এই যুবক

শেয়ার করুন

(Biggest Art work of Netaji Subhas Chandra Bose)

ভারতের সব বীর স্বাধীনতা সংগ্রামীদের আমরা সবাই শ্রদ্ধা করি । তাঁদের মধ্যে তুলনামূলক আলোচনা করা মুর্খামি । তবুও কিছু বিপ্লবীদের বীর গাথা, আমাদের অন্তরের মণিকোঠায় স্থায়ীভাবে স্থান দখল করে থাকে। নেতাজী সুভাষ চন্দ্র বসু তাঁর মধ্যে অন্যতম। তাঁর অনুগামীদের ও অনুরাগীর সংখ্যা সেদিনও সবচেয়ে বেশী ছিল। আজও তাঁর জন্মের 125 তম বছরে সেই অনুগামীর সংখ্যা বেড়েই চলছে। তিনি একবারই জন্মেছিলেন, কিন্তু তাঁর অনুরাগীরা আজও জন্মাচ্ছে, একশত বছর পরেও জন্মাবে। ভারতে আর কোন স্বাধীনতা সংগ্রামী নেই, যাঁর এত সংখ্যক ভক্ত রয়েছে। তাঁর স্বাধীনতা সংগ্রামের লড়াই এর কাহিনী, আমাদের দেহের রক্তচাপ বাড়িয়ে দেয় । হ্যাঁ “আজাদী আনে রক্ত, সুভাষকে বোঝা শক্ত…” । তাঁর এক ডাকে সাড়া দিয়েছিল আসমুদ্র হিমাচল। স্বাধীনতার লড়াইয়ে ঝাঁপ দিয়ে, দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছিল । জাপান থেকে আর ফেরেননি সুভাষ। হয়তো বা ফিরেছিলেন “গুমনামী বাবা” রূপে। আজও তাঁর জন্মের 125 বছর পর আমরা তাঁর ফেরার অপেক্ষায়।

23 শে জানুয়ারি 2021 মহাসাড়ম্বরে পালিত হল তাঁর জন্মদিন। যে যেভাবে পারল শ্রদ্ধা জানাল, হৃদয়ের কাছের মানুষটিকে। বং পিকাসো (bong Picasso) ওরফে প্রীতম ব্যানার্জী নামের facebook ইউজার সুভাষ চন্দ্র বসুর বিশাল আর্ট ওয়ার্কের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন আমাদের হৃদয়ের সুভাষ চন্দ্র বসুকে। নীচে রইল ভিডিও র লিংক। ভিডিওটি এখন পর্যন্ত 16 লক্ষ লোক দেখেছে এবং 21 হাজার বার শেয়ার হয়েছে।

এই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিও টি। ভিডিও সৌজন্যে Bong Picasso এর facebook পেজ।

আরো পড়ুন :

পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান রয়েছে ভারতে 


 একজন লোক ফেসবুক এর প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ কে ‘ছাগল’ বলল, Facebook এ কমেন্ট করে। দেখুন তিনি কি উত্তর দিলেন

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *