পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি জানাল পর্ষদ ও সংসদ

West Bengal Board Higher Secondary result 2021
শেয়ার করুন
(WBBSE Class 10 Result and WBCHSE Class 12 Result will be published by this Exam Evaluation Method)

 করোনা মহামারীর কারণে বাতিল হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা । এই বাতিল পরীক্ষার ফল কিভাবে প্রকাশ হবে তা নিয়ে চলছিল আলোচনা। আজ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানাল। তারা জানিয়েছেন যে যদি কোন ছাত্র-ছাত্রী এই মূল্যনির্ধারণ পদ্ধতিতে খুশি না হয়, তবে তারা পরবর্তীকালে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সেই পরীক্ষার নম্বর চূড়ান্ত বলে গণ্য হবে। এবং বর্তমানে যে ফল ঘোষণা করা হচ্ছে তা বাতিল হয়ে যাবে উক্ত ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে।

মাধ্যমিক পরীক্ষার নম্বর নির্ণয় করা হবে, 2019 সালের নবম শ্রেণির পরীক্ষার ফল এবং দশম শ্রেণীর অভ্যন্তরীণ মূল্যায়ন অর্থাৎ ইউনিট টেস্ট এর নম্বরের ভিত্তিতে। নবম শ্রেণীর মোট প্রাপ্ত নম্বরের 50 শতাংশ এবং দশম শ্রেণীর ইউনিট টেস্টের 50% নিয়ে মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত ফল বিবেচিত হবে।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে 2019 সালে মাধ্যমিকে যে চারটি বিষয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছে সেগুলোর সমষ্টির 40% এবং 2020 সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার থিওরি তে প্রাপ্ত নম্বরের 60 শতাংশ নম্বর যোগ হবে। সেইসঙ্গে Non-Lab বিষয়ের ক্ষেত্রে প্রোজেক্টের 20 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করা হবে। Lab based বিষয়ের ক্ষেত্রে প্রাকটিক্যাল এর 30 নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যোগ করে মূল্যায়ন হবে।

উদাহরণ হিসাবে- কোন ছাত্র-ছাত্রী যদি মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে সর্বোচ্চ মোট নম্বর 400 এর মধ্যে 200 পায় এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায়, ধরা যাক Physics বিষয়ে (70 এর মধ্যে) প্রাপ্ত নম্বর 50 এবং দ্বাদশ শ্রেণীতে প্র্যাকটিক্যাল পরীক্ষায় (30 এর মধ্যে) 28 পায়। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর হলো-

WBCHSE এর পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী 

 আরো বিস্তারিত জানতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকে পাওয়া PDF ফাইল ডাউনলোড করুন 

Advertisement
Advertisement

3 thoughts on “পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি জানাল পর্ষদ ও সংসদ”

  1. Pingback: রাজ্যে চালু হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card): 30শে জুন থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া - Benami

  2. Pingback: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে 22 শে জুলাই| West Bengal Board Higher Secondary result 2021 to be published - Benami chithi - বেনামী চিঠি

  3. Pingback: আজ 20 শে জুলাই সকাল 10 টায় প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল| WB Madhyamik result 2021 - Benami chithi - বেনামী চিঠি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *