ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন আজ অনেকখানি বাস্তব হয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের হাত ধরে।এত দিন আধার কার্ড এর সব পরিসেবা অনলাইনে পাওয়া যাচ্ছিল। আজ অর্থাৎ 25 শে জানুয়ারি , জাতীয় ভোটার দিবস (National Voters Day) থেকে ভোটার কার্ড এর সব পরিসেবা অনলাইনে চালু করার সিধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । এবার থেকে ভোটার কার্ড হারিয়ে গেলেও আর চিন্তা করার দরকার নেই। যখন খুশি, যেখানে খুশি ডাউনলোড করা যাবে এপিক কার্ড বা ভোটার কার্ড। এমনকি ওই ডাউনলোড করা ভোটার কার্ড নিয়ে দেওয়া যাবে ভোট । আগামী কয়েক মাসের মধ্যেই দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের প্রায় 70% মানুষ ভোটার কার্ড এর খোঁজ করে ভোট দিতে যাওয়ার আগের দিন। অনেক সময় ভোটার কার্ড না খুঁজে পাওয়ার কারনে অনেকের ভোট দেওয়া হয়ে ওঠে না । এবার থেকে আর সে সমস্যা থাকছে না। গতকাল একটি অনুষ্ঠানে যোগাযোগ ও তথ্য- প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ব্যাবস্থার উদ্বোধন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে, এবার থেকে প্রতি ভোটার কার্ড-এ দুটি করে কিউ আর কোড থাকবে। একটি কিউ আর কোডে থাকবে ভোটার এর নাম, এবং অপর কিউ আর কোডে ওই ব্যাক্তির অন্যান্য তথ্য জমা থাকবে। যাদের ভোটার কার্ড হারিয়ে গেছে, তারাও এখন ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনার ভোটার কার্ড- এ একটি মোবাইল নম্বর যুক্ত থাকতে হবে। মোবাইল নাম্বার দিয়ে লগইন করে বা এপিক নাম্বার দিয়ে লগইন করে ডাউনলোড করা যাবে এই এপিক কার্ড। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিদেশে কর্মরত ব্যাক্তিদের এপিক কার্ড দেওয়া হয় না, তারাও এবার অনলাইনে পাবেন ভোটার কার্ড। যাদের নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য পরিবর্তন করার আছে, তারাও অনলাইনে ওই দুটি ওয়েবসাইট থেকে তা করতে পারবেন।
Q) কোথা থেকে পাওয়া যাবে এই নতুন এপিক কার্ড ?
Ans) নির্বাচন কমিশন জানিয়েছে , এই ভোটার কার্ড বা এপিক কার্ড পাওয়া যাবে Voter helpline অ্যাপ ও ওয়েবসাইটের মাধমে। অয়েব সাইট গুলি হল-
https://voterportal.eci.gov.in এবং https://www.nvsp.in .
Q) কবে থেকে, কিভাবে আবেদন করা যাবে নতুন ভোটার কার্ড এর জন্য ?
Ans) আপাতত 25 শে জানুয়ারি থেকে 31 শে জানুয়ারি 2021 পর্যন্ত, যে সব ব্যাক্তিদের ভোটার কার্ড -এ মোবাইল নম্বর যুক্ত রয়েছে, শুধুমাত্র তারাই নতুন ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। পরবর্তী ধাপে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি 2021 থেকে বাকি সব ভোটাররা ওই দুটি ওয়েবসাইট থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ।
Pingback: রাজ্যে চালু হতে চলেছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card): 30শে জুন থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া - Benami