Table of Contents
Clubhouse app আলোচনার কেন্দ্র কেন?
করোনা মহামারীর কারনে বিশ্ব জুড়ে চলেছিল দীর্ঘ লক ডাউন। সেই পরিস্থিতিতে বিশ্বের প্রতিটি দেশে সমস্ত অফিস, আদালত, স্কুল, কলেজ, কারখানা বন্ধ ছিল। পরিস্থিতি সহজে স্বাভাবিক হবার নয়, এটা বুঝতে পেরে, কিছুদিন পরেই স্কুল গুলি অনলাইনে ক্লাস শুরু করে দেয়। বেসরকারি অফিসেও অনলাইনে “Work from home” সিস্টেমে কাজ শুরু হয়ে যায়। তখন ভিডিও মিটিং app যেমন: Zoom, Google Meet ইত্যাদি app রাতারাতি খুব বিখ্যাত হয়ে যায় । এমনকি JIO মোবাইল নেটওয়ার্ক সংস্থা নিজস্ব ভিডিও মিটিং app তৈরি করে “Jio Meet” নামে। বর্তমানে সেটিও খুব বিখ্যাত হয়ে উঠেছে। আরো কিছু app ও খুব বিখ্যাত হয়ে উঠেছে, যেমন: Clubhouse app, কিন্তু বেশি লোক এটার ব্যাপারে জানে না। এই app যার বর্তমানে বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা , এটির দুজন প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ভারতীয়। আজ এই app নিয়ে আলোচনা করব আমরা। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, যেমন: এলন মাস্ক (Elon Mask), মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) প্রমুখ ব্যক্তিরা টুইটার-এ টুইট করে এই app ব্যবহার করার কথা জানিয়েছেন।
ক্লাবহাউস app এর বিবরণ:
এপ্লিকেশন বানানো ব্যক্তিরা | পল ডেভিশন (Paul Davison), রোহন শেঠ (Rohan Seth) |
এপ্লিকেশন প্রকাশ করার তারিখ | এপ্রিল 2020 |
কোম্পানির নাম | আলফা এক্সফ্লোরেশন কোম্পানি (Alpha Exploration Co.) |
অপারেটিং সিস্টেম | Apple ios (Android এ এখনো প্রকাশিত হয়নি, চিন্তা ভাবনা চলছে) |
শ্রেণী | ভয়েস চ্যাট করার সোশ্যাল মিডিয়া (Voice Only) |
মোট ডাউনলোড | এখনো পর্যন্ত 14 লাখ apple ios ব্যবহারকারী ডাউনলোড করেছেন |
ব্যবহার করার ধরণ | কেবলমাত্র কোন ব্যবহারকারী আপনাকে আমন্ত্রণ করলে, তবেই আপনি এই app ব্যবহার করতে পারবেন |
ব্যবহারকারীদের রেটিং | 4.5 স্টার |
বর্তমান মূল্য | 100 মিলিয়ন |
ওয়েবসাইট | joinclubhouse.com |
Clubhouse app কি?
ক্লাবহাউস একটি (Audio Only) ভয়েস চ্যাট এপ্লিকেশন। অর্থাৎ এখানে কোন ব্যক্তি অপর ব্যক্তির সঙ্গে বা একাধিক ব্যক্তিদের সাথে লাইভ কথা বলতে পারবেন, তাঁদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। কোন ব্যহারকারী চ্যাট রুম তৈরি করে যাদের আমন্ত্রণ করবেন , কেবলমাত্র সেইসব ব্যক্তিরা ওই চ্যাট রুমে ব্যক্তিগত ভাবে কথা বলতে পারবে। যেমন, আমরা ইউটিউবে দেখি ভিডিও, ইনস্টাগ্রামে দেখি ছবি, তেমনি ক্লাবহাউস একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেখানে শুধুমাত্র অডিও এর মাধ্যমে বার্তা আদানপ্রদান করা যাবে। এবং এই বার্তার রেকর্ড করা থাকবে না। যেসব ব্যক্তি live উপস্থিত থাকবে না, তাদের জানার উপায় নেই, কি কথা হল।
এপ্লিকেশন টি নিয়ে এত আগ্রহের কারণ কি?
এপ্লিকেশন টি তৈরি করা হয়েছে শুধুমাত্র Apple ios অপারেটিং সিস্টেম অর্থাৎ iphone কে নজরে রেখে। তবে তার অর্থ এই নয়, যার iphone আছে, সে ব্যবহার করতে পারবে। এই app ব্যবহার করতে হলে আপনার কিছু স্পেশালিটি লাগবেই। কোন ব্যবহারকারী যদি আপনাকে আমন্ত্রণ জানায়, তবেই আপনি এটা ব্যবহার করতে পারবেন। বর্তমানে বিশ্বের বিখ্যাত ও ধনী ব্যক্তিরা এটাকে ব্যবহার করছেন। আপনার যদি তাদের কারো সঙ্গে যোগাযোগ থাকে, এবং তারা যদি আপনাকে আমন্ত্রণ করে, তবেই আপনি স্পেশাল। আর চ্যাট রুমে ঢুকে আপনি তাদের কথা শুনতে পারবেন, তাদের কাছ থেকে শিখতে পারবেন, সরাসরি তাদের প্রশ্ন করতে পারবেন। অর্থাৎ বর্তমানে খুবই কম সংখ্যক ব্যক্তি এটা ব্যবহার করছেন (যদিও সংখ্যাটা 14 লাখ)। এইতো সেদিন বিশ্বের ধনী ব্যক্তি এলন মাস্ক (এলন মাস্ক), যিনি টেসলা কোম্পানির মালিক আর facebook এর মালিক মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) দুজনে অনেক্ষন চ্যাট রুমে কথা বললেন। আর এটার খবর ওনারা tweet করে জানিয়েছেন। আজ এলন মাস্ক আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লদিমির পুতিনক (Vladimir Putin) কে।
যদিও পুতিন এখনো এই টুইটের কোন জবাব দেননি। এরকম অনেক বিখ্যাত ব্যক্তিরা, এলিট ক্লাসের লোকেরা ক্লাব হাউসে একে অপরের সাথে কথা বলেন এবং সেই চ্যাট রুমে কখনো কখনো অনেক লেককেই প্রবেশ করতে দেন, প্রশ্ন জিগ্যেস করতে দেন, ব্যক্তিগত সদিচ্ছা অনুসারে অনেক প্রশ্নের উত্তর দেন। অর্থাৎ এতকাল আমরা যাদের টুইট পড়তাম, সোশ্যাল মিডিয়ায় ছবি ও পোস্ট দেখতাম, তাদের সাথে সরাসরি কথা বলার একটা জানালা খুলে দিচ্ছে Clubhouse App। যদিও বর্তমানে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়। তবে আমরা আশা রাখতে পারি, অদূর ভবিষ্যতে তা সর্বসাধারণের জন্য এবং এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও তা উপলব্ধ হবে।