সত্যজিৎ রায়ের লেখা অপ্রকাশিত গল্প এবং আঁকা ছবি নিয়ে প্রকাশ পেল ‘3 Rays’ (Three Rays) বই , দেশে বিদেশে সমাদৃত হচ্ছে বইটি

3 Rays | Three Rays by Satyajit Roy
শেয়ার করুন

গত 2 রা মে 2021 সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ পূর্ণ হল। তিনি ছিলেন বাংলা সাহিত্য ও সিনেমা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। এই মে মাসেই প্রকাশিত হল তাঁর আত্মজীবনীমূলক বই “3 Rays” (Three Rays).

সত্যজিৎ রায়ের জয়যাত্রা শুরু হয়েছিল, বিভূতিভূষণ বন্দোপাধ্যায়-এর উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে, ‘পথের পাঁচালী’ সিনেমা পরিচালনার মাধ্যমে। এছাড়াও তিনি ছিলেন চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, গায়ক, সঙ্গীত পরিচালক, গ্রাফিক্স ডিজাইনার ও লেখক। তাঁর লেখা গল্প গুলি বাংলা সাহিত্যকে বিপুলভাবে সমৃদ্ধ করেছে। তাঁর কাছ থেকে আমরা পেয়েছি ফেলুদা, তারিণী খুড়ো, প্রফেসর শঙ্কু সহ অনেক অবিস্মরণীয় চরিত্র। কেবল তিনিই নয় তাঁর পরিবার বাংলা সাহিত্যকে দিয়েছেন সমৃদ্ধি। তাঁর বাবা সুকুমার রায় ছিলেন শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্যে ‘ননসেন্স ছড়া’র সৃষ্টিকর্তা। তাঁর ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ছিলেন শিশু সাহিত্যিক, বিজ্ঞান বিষয়ের লেখক ও জ্যোতির্বিদ।

সত্যজিৎ রায়ের কলমে, তাঁর আত্মজিবনীমূলক বই “3 Rays (Three Rays)-এ উঠে এসেছে এই “তিন রায়” অর্থাৎ তিনি, তাঁর বাবা ও তাঁর ঠাকুরদার বিষয়ে নানান জানা-অজানা তথ্য। সঙ্গে উপরি পাওনা তাঁর লেখা অপ্রকাশিত কিছু গল্প ও চিত্রালঙ্করন।

বইটির প্রকাশক Penguin Random House India সত্যজিৎ রায়ের অপ্রকাশিত গল্প, আত্মজীবনী মূলক লেখা ও তাঁর আঁকা অপ্রকাশিত ছবি গুলি নিয়ে বই প্রকাশ করবে ঘোষণা করেছিল 2019 সালে।অবশেষে এবছর মে মাসে ওনার জন্ম শতবর্ষে প্রকাশ পেল ‘3 Rays’. সত্যজিৎ রায়ের সমস্ত অপ্রকাশিত কাজ গুলিকে ‘পেঙ্গুইন’ ‘The Penguin Ray Library’ প্রকাশন ব্যানারে প্রকাশ করবে।

Name of the Book

Type of Writings

Type of Book

Rating

Check Price

3 Rays | Three Rays

Previously Unpublished Stories, Autobiographical Writings and Illustrations

ইংরেজিতে সত্যজিৎ রায়ের লেখা বই ‘3 Rays’, ইতিমধ্যেই দেশ বিদেশের পাঠকদের ভালোবাসা পেয়ে, 5 স্টার রেটিং সহ Amazon India এবং Amazon United States-এর স্টোরে বেস্ট সেলার বই হিসাবে নির্বাচিত হয়েছে। দেশ-বিদেশের অগনিত ভক্ত ও পাঠকদের কথা চিন্তা করে, বইটি হার্ড কপি কেনার সঙ্গে Amazon Kindle তে অনলাইনে ডাউনলোড করে পড়ার সুযোগও রেখেছে ‘পেঙ্গুইন’। সত্যজিৎ রায়ের শেষ কাজ হিসাবে, বইটি ওনার ভক্তদের কাছে বিশাল বড় পাওনা।

Advertisement
Advertisement

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *