সত্যজিৎ রায় | Satyajit Ray in Bengali

শেয়ার করুন

( সত্যজিৎ রায় জীবনী | Biography of Satyajit Ray in Bengali )


সত্যজিৎ রায় (২রা মে ১৯২১ – ২৩শে এপ্রিল ১৯৯২) , বাংলা সাহিত্য ও ভারতীয় সিনেমা জগতের এক উজ্বল নক্ষত্র । তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, গায়ক, সঙ্গীত পরিচালক, গ্রাফিক্স ডিজাইনার এবং লেখক, সত্যজিৎ রায় এর জন্ম হয়েছিল বিখ্যাত পরিবারে । তাঁর বাবা, সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের “ননসেন্স ছড়া ” ও শিশু সাহিত্যের অন্যতম লেখক । ঠাকুরদা, উপেন্দ্রকিশোর রায় চৌধুরী শিশুসাহিত্য ও জনপ্রিয়-বিজ্ঞান লেখক, চিত্রশিল্পী, সুরকার, ও জ্যোতির্বিদ এবং, রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম বন্ধু । বিখ্যাত লেখিকা ও শিশু সাহিত্যিক, লীলা মজুমদার ছিলেন সত্যজিৎ রায়ের খুড়তুতো পিসি । তাঁর জন্ম হয়েছিল ব্রিটিশ শাসনাধীন ভারতের কিশোরগঞ্জে ( বর্তমানে বাংলাদেশ )। দেশভাগের অনেক আগে তাঁরা সপরিবারে কলকাতা চলে আসেন । সেখানে তিনি প্রেসিডেন্সি কলেজ ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তাঁর প্রথম কর্ম জীবন শুরু হয় চিত্রকর ( জুনিয়র ভিজুয়ালাইজার ) হিসাবে, ৮০ টাকা বেতনে । পরে, ১৯৫০ সালে, সেই সুবাদে তিনি লন্ডন ভ্রমণ করেন । লন্ডন ভ্রমণকালে তিনি মোট ৯৯ টি সিনেমা দেখেন । এদের মধ্যে ইতালীয় নব্য বাস্তবতাবাদী ছবি “লাদ্রি দি বিচিক্লেত্তে” (ইতালিয়ান: Ladri di biciclette, “সাইকেল চোর”) তার ওপর গভীর প্রভাব ফেলে। পরে তিনি তাঁর অনেক সাক্ষাতকারে উল্লেখ করেছেন যে, ওই ছবিটি দেখে সিনেমা হল থেকে বের হওয়ার সময়েই তিনি ঠিক করেন যে তিনি একজন চলচ্চিত্রকার হবেন। ১৯৫২ সালে, তিনি তাঁর প্রথম সিনেমা, “পথের পাঁচালী” এর কাজ শুরু করেন । খারাপ আর্থিক অবস্থার জন্য, সিনেমা শুটিং করতে অনেক সময় লেগে যায় । ১৯৫৫ সালে “পথের পাঁচালী” সিনেমাটি মুক্তি পায় ।  মুক্তি পাওয়ার পর পরই ছবিটি দর্শক সমালোচক সবার নিকট ব্যাপক প্রশংসা লাভ করে এবং ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। এর মধ্যে অন্যতম ১৯৫৬ সালের “কান চলচিত্র উৎসব”-এ  পাওয়া “শ্রেষ্ঠ মানব দলিল” (Best Human Documentary) পুরস্কার। এর পর আর তাঁকে থেমে থাকতে হয়নি । সারা জীবনে তিনি মোট 37 টি পূর্ণদৈর্ঘ্যের সিনেমা, ডকুমেন্টারি ফিল্ম ও স্বল্প দৈর্ঘ্যের সিনেমা তৈরি করেছেন । কখনো তিনি চিত্রনাট্যকার, পরিচালক, সম্পাদক, চিত্রগ্রাহক, অভিনেতা, শিল্প নির্দেশক; আবার কখনও তিনি গায়ক, গীতিকার, সুরকার; কখনো আবার তিনি পোস্টার ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার । তার সিনেমার শুরুতে এবং গল্পের বইতে যে সমস্ত ছবি বা গ্রাফিক্স আমরা দেখতে পাই , সেগুলোর বেশিরভাগ তার নিজের হাতে ডিজাইন করা।সিনেমা ছাড়াও তিনি ছিলেন কল্পকাহিনী লেখক, গল্প লেখক , প্রকাশক ও চলচ্চিত্র সমালোচক। কর্মজীবনে তিনি বহু পুরস্কার পেয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সম্মানসূচক অস্কার পুরস্কার (1992 সাল) ।

Advertisement
Advertisement

1 thought on “সত্যজিৎ রায় | Satyajit Ray in Bengali”

  1. Pingback: সত্যজিৎ রায়ের লেখা অপ্রকাশিত গল্প এবং আঁকা ছবি নিয়ে প্রকাশ পেল '3 Rays' (Three Rays) বই , দেশে বিদেশে সমাদৃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *