আজ 15 ই মে 2021 পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে একটি প্রেস বিজ্ঞাপ্তি তে জানিয়েছে , আগামীকাল অর্থাৎ 16 ই মে 2021 (রবিবার) থেকে পশ্চিমবঙ্গে 15 দিনের জন্য LOCK DOWN শুরু হচ্ছে । পুরো মে মাস জুড়ে থাকবে লক ডাউন । জেনে নিন কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না, যানবাহন চলবে কিনা, কখন বাজার করবেন ইত্যাদি ।
16 ই মে 2021, সকাল 6 টা থেকে 30 সে মে 2021 পর্যন্ত নিম্নোক্ত নিয়মগুলি কার্যকর হবে । নিয়ম ভাঙলে শাস্তির মুখোমুখি হতে পারেন ।
- সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেমন -স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়, অঙ্গনওয়ারী কেন্দ্র ইত্যাদি বন্ধ থাকবে।
- সমস্ত সরকারী অফিস বন্ধ থাকবে । শুধুমাত্র গুরুত্বপূর্ণ সরকারী অফিস যেমন-স্বাস্থ্য পরিসেবা, গবাদি পশু সংকান্ত পরিসেবা, আইন, কোর্ট, সামাজিক হোম, সংশোধন পরিসেবা, বিদ্যুত, জল, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট ও মিডিয়া, সেচ, মৃতদেহ সতকার, ইত্যাদি পরিসেবা চালু থাকবে।
- শপিং মল, শপিং কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, জিম, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স ইত্যাদি বন্ধ থাকবে ।
- খুচরো দোকান,বাজার- হাট, যেখানে সবজি, ফল, মাছ, দুধ , মাংস, ডিম, মসলা, ইত্যাদি পাওয়া যায়, সেগুলো সকাল 7 টা থেকে 10 টা পর্যন্ত খোলা থাকবে ।
- মিষ্টি দোকান খোলা থাকবে সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত ।
- সোনার দোকান ও জামাকাপড় দোকান দুপুর 12 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত খোলা থাকবে ।
- ঔসধ দোকান স্বাভাবিক, যে সময়ে খোলা ও বন্ধ হত , তেমনি থাকবে ।
- রক্ষনাবেক্ষণ এর জন্য পার্ক, চিড়িয়াখানা বন্ধ থাকবে ।
- লোকাল ট্রেন, মেট্রো , বাস, জল পরিবহন বন্ধ থাকবে । কেবলমাত্র জরুরি পরিসেবার সঙ্গে যুক্ত পরিবহন চালু থাকবে ।
- ব্যক্তিগত গাড়ি , ট্যাক্সি, অটো রিক্সা বন্ধ থাকবে । তবে হাসপাতাল, নার্সিং হোম, সাস্থ্য পরীক্ষা, ভ্যাকসিন সেন্টার, এয়ারপোর্ট, মিডিয়া হাউস, ইত্যাদিতে যাওয়ার অনুমতি দেওয়া হবে ।
- সমস্ত ধরনের প্রশাসনিক, শিক্ষা সংক্রান্ত, রাজনৈতিক, বিনোদনমূলক, ধর্মীয় জমায়েত নিষিদ্ধ ।
- সমস্ত অন্তরাজ্য ট্রাক পরিবহন বন্ধ থাকবে । কেবল সাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত পরিবহন,( যেমন – অক্সিজেন, ডাক্তারি সরঞ্জাম ইত্যাদি ), খাদ্য ও জ্বালানী ( পেট্রল, এলপিজি ) পরিবহন চালু থাকবে।
- সমস্ত উতপাদন বন্ধ থাকবে। কেবল স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্ত, ও খাদ্য উত্পাদন চালু থাকবে।
- চা বাগানের কর্মীদের উপস্থিতি প্রতি শিফটে 50 % কমাতে হবে ।
- পাটকলের উত্পাদন 30 % এ নামিয়ে আনতে হবে ।
- ই-কমার্স ও হোম ডেলিভারি সমস্ত জিনিসের জন্য , চালু থাকবে ।
- পেট্রল পাম্প, গাড়ি রিপিয়ারিং, গ্যাস অফিস খোলা থাকবে ।
- ব্যাঙ্ক ও আর্থিক লেনদেন সংক্রান্ত সংস্থা এবং ATM মেসিন সকাল 10 টা থেকে দুপুর 2 টা পর্যন্ত চালু থাকবে ।
- প্রিন্ট, কেবিল, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া চালু থাকবে।
- SEBI দ্বারা পরিচালিত মার্কেট খোলা থাকবে ।
- বিয়ের অনুষ্ঠানে 50 জন উপস্থিত থাকতে পারবে। তবে, মাস্ক পরতে ও সোশ্যাল ডিসটেন্স মানতে হবে ।
- মৃতদেহ সতকার ও শ্রদ্ধানুষ্ঠানে 20 জন উপস্থিত থাকতে পারবে। তবে, মাস্ক পরতে ও সোশ্যাল ডিসটেন্স মানতে হবে ।
- রাত 9 টা থেকে সকাল 5 টা পর্যন্ত কার্ফু জারি থাকবে ।
আরো বিস্তারিত জানতে সরকারী নির্দেশিকার PDF ফাইল টি ডাউনলোড করুন এখানে ক্লিক করে => https://benamichithi.com/wp-content/uploads/2021/05/DocScanner-15-May-2021-1.16-PM.pdf
Advertisement
Advertisement