1 লা মে দিনটি, সারা বিশ্বে শ্রমিক দিবস ( লেবার ডে ) বা মে দিবস হিসাবে পালিত হয়ে থাকে । ভারতে এই দিনটি প্রথম পালন করা শুরু হয় 1923 সালের 1 লা মে ভারতের মাদ্রাজে ( বর্তমানে চেন্নাই) । “লেবার কিষাণ পার্টী ওফ হিন্দুস্তান” এর নেতা, কমরেড শিঙ্গারাভেলুর চেটটিয়ার (Singaravelar Chettiyar) প্রথম এই দিবস পালন করা শুরু করেন। এই উপলক্ষে ওনারা ইংরেজ সরকারের কাছে 1 লা মে দিনটিকে “শ্রম দিবস” হিসাবে ঘোষণা করার পাশাপাশি, দিনটি ছুটির দিন হিসাবে ঘোষণা করার আবেদন জানান।রাজনৈতিক দল গুলিকে আহিংস হওয়ার আবেদন করেন। ওই দিন তাঁরা দুটি স্থানে সভা করেন। একটি সভা হয় ট্রিপলিকেন বীচ এ এবং অপরটি হয় মাদ্রাজ হাই কোর্টের সামনে। সেই দিন থেকে ভারতে প্রতি বছর, 1st May অফিস-আদালত, স্কুল-কলেজ, কল-কারখানা, ইত্যাদি বন্ধ থাকে।
Advertisement
Advertisement